শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৪৬
Home / আকাবির-আসলাফ / স্বপ্ন পুরণ

স্বপ্ন পুরণ

শাইখ ওলী উল্লাহ আরমান:

14237604_2105457063012040_3821242610083337130_nমাসিক মদীনার চলতি সেপ্টেম্বর সংখ্যায় ‘মাওলানা মুহিউদ্দীন খান: ইসলামের কল্যাণে তাঁর মতো আরেকজন খুঁজে পাওয়া দুস্কর’ শিরোনামে হজরত মাওলানা মুহিউদ্দীন খান রহঃকে জড়িয়ে আমার স্মৃতিচারণমূলক লেখাটি মুদ্রিত হয়েছে৷ সেজন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মাসিক মদীনার ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর আহমদ বদরুদ্দীন খান ভাইকে৷

এমন নয় যে, ইতোপূর্বে মাসিক মদীনা আমার ন্যায় শিক্ষানবিশকে লেখার সুযোগ দেয়নি৷ বরং হজরত মুহিউদ্দীন খান সাহেব হুজুর রহঃ জীবদ্দশায় অনেকবার আমাকে মদীনায় লেখা দিতে বললেও আমার দুঃসাহস হয়নি৷ অার আজ যখন তিনি দুনিয়াতে নেই, তাকে জড়িয়ে আমার অগোছালো ভাষা আর বক্তব্যে লেখাটি ছেপে মদীনা পরিবার আমাকে আরেকবার কৃতজ্ঞতাপাশে বন্দী করেছে৷

দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন যেনো মাসিক মদীনাকে স্বমহিমায় কেয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন এবং হজরত মাওলানা মুহিউদ্দীন খান রহঃকে জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করেন৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

আদালতের ওপর বিশ্বাস ভেঙে গেছে: সায়্যিদ মাহমুদ মাদানী

নাজমুল মনযূর: আদালতের ওপর বিশ্বাস ভেঙেছে ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণ করা সেই মুসলমানদের। এমন কথাই ...