রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:১৯
Home / খোলা জানালা / পিতার অযোগ্য সন্তানদের বিলাপ ! (৩)

পিতার অযোগ্য সন্তানদের বিলাপ ! (৩)

13912879_1735809640013426_6519301302776640421_nখতিব তাজুল ইসলাম : একজন সন্তান তার বাবার বৃদ্ধ্য বয়সে এসে বলছে বাবা -আমি আপনার আদর্শ থেকে একচুলও নড়বোনা। কাঁচা বাড়ি কখনো পাকা হবেনা। এ বাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়া যাবেনা বাবা। গ্যাসের চুলাও আমারা নিবোনা। বাবা বললেন বোকা ছেলে ! আমার বয়সে যা হয়নি বলে এখন তোদের সময়ে সুবিধা ভোগ করবেনা বলে তোকে কে পরামর্শ দিয়েছে?
ছেলেটি বললো বাবা- গ্যাসের বিল বিদ্যুতের বিল আমি দেবো কোত্থেকে? চাকুরি নকরি কাম কাজ কিছুইর অভিজ্ঞতা নাই।
আমার সারা জনমের হাড়ভাংগা খাটুনির ফসল হলে তুমি।বড় সখ করে তোমাকে বড় করেছিলাম। ভাবছিলাম শেষ বয়সে এসে ছেলেটা সুখ দিবে! এখন দেখি বোকার মতো কথা বলে অসহায়ের মতো আচরণ?
ছেলের এই আচরণ অনভিজ্ঞতা দেখে পিতা বললনে ছেলে ! ঠিক আছে কিছু করতে হবে না।আমার লাকড়ির চুলোতেই চলবে।
ছেলে ভাবলো বাবা মারাত্মক খুশি হয়েছেন। সে আরামে নাক ডাকিয়ে ঘুমাতে গেল! এই হলো আমাদের সংস্কার স্বীকৃতির উদাহরণ।
বৃদ্ধ্য পিতার অযোগ্য সন্তানদের করুণ বিলাপ। সন্তানদের অযোগ্যতা দেখে পিতা নিজে শংকিত আতংকিত ! যে আমরা কাদের হাতে হাল ছেড়ে যাবো?
গালিবাজ তর্কবাজ ফিতনাবাজ পরনিন্দাবাজ অদুরদর্শি খামখেয়ালিদের হাতে কী করে একটা গুরুভার দেয়া যায়। তাই পিতাদের কষ্টে যেমন সন্তানদের কিছু যায় আসেনা তেমনি সন্তানদের অসহায়ত্বে পিতারা নির্বাক নিঃশ্চল!

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান

কমাশিসা ডেস্ক: বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন ...