শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:০৮
Home / কওমি অঙ্গন / দেওবন্দের সিলেবাস কেনো ভারত সরকার স্বীকৃত

দেওবন্দের সিলেবাস কেনো ভারত সরকার স্বীকৃত

deobondজুলফিকার মাহমুদি : দারুল উলুম দেওবন্দকে ভারত সরকার তাদের দেশের কারিকুলাম ঠিক রাখার কারণেই স্বীকৃতি দিয়েছে এবং সেই কারিকুলামও সম্পূর্ণ যুগোপযোগী ও আধুনিক । অথচ আমাদের দেশের কওমি মাদরাসাগুলো দেওবন্দের চিন্তা-চেতনা ও সিলেবাস ফলো করে দাবি করলেও আসলে দেওবন্দের সাথে বাংলাদেশের কওমি সিলেবাস ও পাঠদানে রয়েছে বিস্তর ফারাক । দারুল উলুম দেওবন্দের কারিকুলাম দেখে যে-কোনো সচেতন মহলই বলবেন, তারা যুগোপযোগী ও আধুনিক সিলেবাস প্রণয়ন করতে পেরেছে বলেই তাদেরকে ভারত সরকার স্বীকৃত শিক্ষাব্যবস্থার আওতায় এনেছে ।

এক নজরে দারুল উলুম দেওবন্দের কোর্স সমূহ:
(১) ফযিলত কোর্স ( আট বছর মেয়াদী)।
(৩) দিনিয়াত ( উর্দু, ফারসি, হিন্দি ইংরেজি গণিত ইত্যাদি বিষয়ে পাঁচ বছর মেয়াদী প্রাইমারি কোর্স)।
(৩) হিফযুল কোর’আন।
(৪) তাজবিদ।
(৫) সাত এবং দশ কির’আত।
(৬) তাকমিল (তাফসির)।
(৭) তাখাস্সুস ফিল হাদিস (দু বছর মেয়াদী হাদিস বিষয়ক উচ্চতর শিক্ষা)।
(৯) তাকমিল (ফিকহ)।
(৯)তাদরিব ফিল ইফতা (দুবছর মেয়াদী ফিকহ বিষয়ক উচ্চতর শিক্ষা)।
(১০) তাকমিল উলুম (ইসলামিক সাইন্স বিষয়ক বিশেষ কোর্স)।
(১১) তাকমিল আদব (আরবি সাহিত্য বিষয়ক বিশেষ কোর্স)।
(১২) তাখাস্সুস ফিল আদব (আরবি ভাষা বিষয়ক [উচ্চতর] বিশেষ কোর্স)।
(১৩) এডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার।
(১৪) ডিপ্লোমা ইন জার্নালিজম (সাংবাদিকতা)।
(১৫) ডিপ্লোমা ইন কম্পিউটার এপ্লিকেশন।
(১৬) তাহাফ্ফুযে খাতমে নাবুওয়াত।
(১৭) তাহাফ্ফুযে সুন্নাত।
(১৮) কম্পারেটিভ স্টাডি অব খ্রিস্টানিটি এন্ড ইসলাম।
(১৯) ক্যালিগ্রাফি।
(২০) হ্যান্ডিক্রাফ্ট।

বিস্তারিত দেখুন : দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট
goo.gl/etX1sc

DARUL ULOOM DEOBAND INDIA- A Site dedicated to the Madrasa in Deboand City

An International Islamic University and School of thought

DARULULOOM-DEOBAND.COM

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...