শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:২০
Home / স্বাস্থ্য-পরিবেশ / সুস্বাস্থ্যের জন্য ভালবাসা

সুস্বাস্থ্যের জন্য ভালবাসা

Loveতাজওয়ার তাহমীদ: Love in Allah is the secret of Your happiness বৈজ্ঞানিক ভালোবাসা মানুষকে মহৎ করে। জৈবিক ভালোবাসা মানুষকে মদমত্ত করে। ভালোবাসার আকর্ষণ যোগাতে মানুষ অনেক কিছুই করে থাকে। পৌরাণিক ভালোবাসার কাহিনীগুলো মানুষকে আবেগতাড়িত করে। রোমাঞ্চ সেখানে আধিপত্য বিস্তার করে। দৈহিক সৌন্দর্য ও আকর্ষণে বিমোহিত থাকে সে ভালোবাসা।
এক ধরনের প্রত্যাশা বা আকাক্সক্ষার আকুতি মনের গহীনে লুকায়িত থাকে। মানসিকভাবে ব্যক্তির শরীরের অভ্যন্তরে এক প্রকার উত্তেজনা, চাপ বা প্রেরণা সৃষ্টি করে ভালোবাসা। ভালোবাসার উত্তেজনা তৈরি হয় আমাদের মস্তিষ্কের ডান পাশে। মস্তিষ্কের এ অংশটি মানুষকে আবেগতাড়িত করে। ভালোবাসার তাড়নায় মস্তিষ্ক থেকে নিঃসরিত রাসায়নিক পদার্থ ‘ডোপামিন’ মানুষের মনে আবেগ উত্তেজনা সৃষ্টি করে। আরেক রসায়ন অক্সিটোসিন (oxytocin) মনকে করে উদ্বেলিত।
প্রেমের নেশায় মন তখন উন্মত্ত। এক ধরনের মাদকতা মনকে আবিষ্ট করে রাখে। কাক্সিক্ষত মানুষটির জন্য মনের মণিকোঠায় বাসা বাঁধে এক ধরনের উন্মাদনা। প্রেমপাগল এ মন তখন হয়ে ওঠে অস্থির। প্রেমের নেশায় বিভোর এ মন অনাকাক্সিক্ষত অনেক ঘটনার জন্ম দেয়। উত্তেজনা, আকাক্সক্ষা ও প্রাপ্তির হিসাব-নিকাশে তার থাকে বাঁধভাঙা উচ্ছ্বাস। মনের গভীরে দাগ কেটে যায় ‘কিউপিড’ দেবতার আকর্ষণ। রোমান্টিক ভালোবাসার প্রতীক কিউপিড দেবতার আশীর্বাদ পেতে মনের ব্যাকুলতা মানুষকে বোকা বানিয়ে ফেলে। মনের অজান্তে মন তখন কিউপিড দেবতার আনুগত্য মেনে নেয়। ফলে মন হয়ে ওঠে অশান্ত। অস্থির। কুপ্রবৃত্তি এ মনকে ঘিরে রাখে সর্বক্ষণ। ভালো কোনো কাজ, ভালো চিন্তা মন থেকে দূর হয়ে যায়। বুদ্ধিমান মন হয়ে যায় বোকা। এ ধরনের নৈরাশ্যকর উত্তেজনা মনকে হতাশায় নিমজ্জিত করে। মানসিক প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এ মন বেছে নেয় আত্মহননের পথ। আসক্তি, মাদকাসক্তি, অসামাজিক আচরণে বিপর্যস্ত মন তখন বিপথগামী মনের পরিচিতি লাভ করে।
এ বিষাক্ত মন আমাদের কাম্য নয়। আমাদের মন ভালোবাসায় ভালোবাসবে সবাইকে। প্রথমেই মনকে ভালোবাসতে হবে তার সৃষ্টিকর্তাকে। সৃষ্টিকর্তার ভালোবাসায় মন মগ্ন হলে মনের দীর্ঘায়ু লাভ হবে। সৃষ্টিকর্তার আদেশ-নিষেধের ভালোবাসাই মনের সত্যিকার ভালোবাসা। মনের তীব্র ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা ও নির্ভরশীলতার অনুভূতি একমাত্র আল্লাহকে কেন্দ্র করেই গড়ে উঠবে। এ মন হবে আল্লাহ নির্ভর। বিজ্ঞান নির্ভর। সমাজ নির্ভর। পরকাল নির্ভর। সুন্দর পৃথিবীর জন্য মন হবে সত্য নির্ভর। সত্যের সাথে, সত্যের পথে এ মন পাড়ি দেবে সাগর-মহাসাগর। কল্পনাবিলাস কিংবা রোমান্টিকতার মোহ থেকে মুক্ত থাকবে এ মন। সত্য মন সত্যের বাহক হবে।
সত্য প্রকাশে, সত্য প্রতিষ্ঠায় এ মন থাকবে মহানায়কের ভূমিকায়। সুন্দরী রমণীর হৃদয় জয়ের আবেগ থাকবে না এ মনের মণিকোঠায়। ভোগ-বিলাসের গড্ডলিকা প্রবাহে ভাসবে না এ মন। সমাজ গড়ার কারিগর হবে এ মন। সমাজকে ভালোবাসবে এ মন। এ মনের নেতৃত্বে থাকবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ (সা.)। মুহাম্মদ (সা.)-এর জীবনাচার হবে এ মনের আদর্শ। এ মনই আধুনিক মন।
স্মার্ট মন মানেই আদর্শিক মন। পিতা-মাতার ভালোবাসায় সিক্ত হবে এ মন। আল্লাহকে ভালোবাসা, রাসূল (সা.)কে ভালোবাসা, পিতা-মাতাকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, স্ত্রী-সন্তানকে ভালোবাসা- এসবই হচ্ছে উত্তম ভালোবাসা। এ ধরনের ভালোবাসা মানুষকে সুস্থতা দান করে। সুস্থতা মানুষকে দীর্ঘায়ু দান করে। এ ভালোবাসাই শ্রেষ্ঠ ভালোবাসা। সুখী হতে হলে ভালোবাসা চাই।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

চিকিৎসা, মেডিসিন, পরিবেশ ও ডাক্তার মশাইদের কথা

খতিব তাজুল ইসলাম লন্ডন থেকে অনেকদিন যাবত ভাবছি ডাক্তারদের নিয়ে কিছু লিখবো। আজকাল করে এভাবে ...