মাওলানা লাবীব আব্দুল্লাহ : ইসলাম আল্লাহর মনোনীত দীন৷ মানবাতার মুক্তির ঠিকানা৷ ইসলাম অর্থ আত্মসমর্পন৷ ইসলাম শব্দেই আছে সালাম ও শান্তি৷ আল্লাহর বিধান অনুয়ায়ী জীবন সাজালে শান্তি৷ শান্ত ইহলৌকিক ও পারলৌকিক৷ পূর্ববের সকল আল্লাহর পাঠানো দীনের বিধানের নির্যাস ইসলাম৷ ইসলামই আল্লাহর কাছে গৃহীত৷ নবীজী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পর কোনো নবী নেই৷ তাঁর ওপর বিধিবদ্ধ শরীয়াহর পর কোনো শরীয়াহ নেই৷
শেষ নবী শেষ শরীয়াহ৷ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ শরীয়াহ৷
নবীজীর জীবনে মক্কী ও মাদানী জীবন আছে৷ মক্কী জীবনে জুলম নির্যাতন, নির্বাসন, হিজরত আছে৷ মক্কী জীবনে আবু জাহল, আবু লাহবীয় শয়তানী শক্তির দাপট আছে৷ তাঁদের সাহের কাহেন শায়ের বলার অধ্যায় আছে৷ আছে হাবাশা ও তায়েফ৷ বেলালী আহাদ আহাদ আছে৷ আছে হযরত সুমাইয়া রা. এর ওপর পাশবিক নির্যানের ইতিহাস৷
নবীজীর জীবনে আছে মক্কা থেকে মদীনায় হিজরত৷ মাদানী জীবনে আওস, খাজরাজ আছে৷ আছে বনী নাযীর, বনী কুরায়জা৷ মাদানী জীবনে আছে আল্লাহর প্রতি অস্ত্রহীন ও সশস্ত্র লড়াই৷ সংগ্রাম৷ উহুদ, বদর, খন্দক, হোনাইন, মূতার সংগ্রাম৷ দেশ জয়ের গৌরবময় অতীত আছে৷
মাক্কী জীবনে দাওয়াহ, তাযকিয়া৷ মাদানী জীবনে শরীয়া বাস্তবায়ন৷ আদালত৷ বিচারালয়৷ আল্লাহর দেওয়া হুদুদাত বাস্তবায়ন৷ চুরির হাত কর্তন৷ ব্যাভিচারে রজম নির্বাসন৷ সন্ত্রাসীদের হাত পা কর্তন৷ মানুষের অন্ন বস্ত্র, বাসস্থানের নিরাপদ ব্যবসা৷ শিক্ষা বিস্তার৷ অমুসলিম রাজাদের প্রতি পত্র প্রেরণ৷ আসলিম তাসলামের ঘোষণা৷ ইসলাম গ্রহণ, না হয় জিজয়া প্রদান অন্যথা তরবারির ফায়সালা৷
মাদানী জীবনে চুক্তি৷ সনদ৷ তবে শরীয়ার সাথে আপোষহীন৷ মক্কাতেই তো লাকুম দীমুকুম, তোমাদের বাতিল ধর্মের সাথে আপোষ নেই৷ লি দীন৷ আমার দীনই টিকবে৷ থাকবে৷ রব এই দীনই গ্রহন করবে৷ সব বাতিল ইসলাম ছাড়া৷ ইসলামই বিজয়ী৷
নববী যুগের পর খেলাফতে রাশেদার সোনালী যুগ৷ কিসরা কায়সারের মসনদ মুসলিমদের করতলে৷ কালিমার পতাকায় সেসব মহলে৷ বিজয়ের পতাকা দেশে দেশে৷ মুরতাদদের দমন৷ যাকাতভিত্তিক অর্থনীতি৷ সুদ হারামের চেতনা সমাজে বাস্তবায়ন৷ শরীয়াহ আদালতে বিচার৷ আদল ইনসাফের পূর্ণবাস্তবায়ণ৷ শান্তির শুভ্র পায়রা গানা থেকে ফারগানা৷ কাসাবলাংকা থেকে জাকার্তা৷ উত্তর মেরু থেকে দক্ষিণে । দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে ইসলামের বিজয় নিশান৷
এরপর? পতনের ইতিহাস৷ ইখতেলাফের ইতিহাস৷ ষড়যন্ত্রের ইতিহাস৷ গাদ্দারীর ইতিহাস৷ পরাজয়ের ইতিহাস৷ খেলাফত বিলুপ্তির ইতিহাস৷
কান্না ও বিলাপের ইতিহাস৷
এখন? এখন জেগে ওঠার সময়৷ প্রতিরোধের সময়৷ প্রতিবাদের সময়৷ অধিকার আদায় করে নেওয়ার সময়৷ খেলাফাহ যুগের আদল ইনসাফের দাওয়াত দেওয়ার সময়৷ সব মতবাদ ব্যর্থ ইসলাম ছাড়া তা চিৎকার করে বলার সময়৷
প্রস্তাবনা:
মাদরাসায় শরীয়ার বাস্তবায়নের চেতনা বিকাশ করা হোক৷ সমকালীন মানব রচিত মতবাদগুলোর ব্যর্থার কথাগুলো যৌক্তিকভাবে জানানো হোক যুগের ভাষায়৷ শিখানো হোক ইসলামী শরীয়ার সৌন্দর্যের নানা দিক৷ এটি পড়ানো হোক কম্পারেটিব করে৷
খণ্ডিতভাবে নয়, পূর্নাঙ্গ শরীয়াহর বাস্তবায়নের রোডম্যপ, রুপকল্পসহ পড়ানো হোক৷ শরীয়াহ বাস্তবায়নের মানচিত্র জানানে হোক তালেবে ইলমদের৷
এই মানচিত্র কি পলিটিক্যাল সায়েন্স পড়ানো ছাড়া সম্ভব? সোস্যাল সায়েন্স ছাড়া কি এই মানচিত্র পূর্ণ হবে? অর্থনীতি বিজ্ঞান পড়ানো ছাড়া কি মানচিত্রটি সুন্দর হবে? আধুনিক পরিভাষা না জানলে ফিকহের বাস্তাবয়ন কীভাবে? সমাজ ও রাষ্ট্রের ভাঙ্গন ও রুপান্তরের গল্প না জানলে কি শরীয়ার মানচিত্রের ছবি আঁকা সম্ভব? শুধুই ব্যাকিতগত কিছু ইবাদতের বিধান পড়লে পড়ালেই কি মুক্তি ও ইলমের সব ফজীলত হাসেল হবে? পৃথিবীর কোন দেশে শরীয়াহ বাস্তবায়ন হয়েছে এ যুগে? কিতাবে পড়া ও পড়ানোর জন্যই কি শরীয়াহ ?