শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:২৪
Home / সংবাদ / বাংলাদেশের সব ‘পিস স্কুল’ বন্ধের নির্দেশ সরকারের

বাংলাদেশের সব ‘পিস স্কুল’ বন্ধের নির্দেশ সরকারের

zaker-naik-pcea-schoolamarইসলাম প্রচারক, বক্তা ও লেখক ডা. জাকির নায়েকের ভাবাদর্শ অনুসরণের অভিযোগে বাংলাদেশে পরিচালিত সবগুলি পিস স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

আজ (মঙ্গলবার) সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনহীন পিস স্কুল বন্ধ ও ঢাকার লালমাটিয়ার পিস স্কুলের পাঠদানের অনুমতি বাতিলের নির্দেশ দিয়েছে।

এর আগে ডা. জাকির নয়েকের পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে।

তবে ‘পিস’নামে বাংলাদেশে কতটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজধানীর লালমাটিয়ায় পিস স্কুল নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের সাময়িক নিবন্ধনই শুধু দিয়েছেন তারা। বাকিগুলো অননুমোদিত।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গুলশানে হলি আর্টিজানে হামলাকারী সন্ত্রাসীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন।

সৌজন্যে : পার্সটুডে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান

কমাশিসা ডেস্ক: বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন ...