وَعَنْ أَبِي عَبدِ الرَّحمَانِ زَيدِ بنِ خَالِدٍ الجُهَنِي رضي الله عنه، قَالَ : قَالَ رَسولُ الله ﷺ: «مَنْ جَهَّزَ غَازِياً في سَبيلِ اللهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازياً في أهْلِهِ بِخَيرٍ فَقَدْ غَزَا».
অর্থ : আবু আব্দুর রাহমান যায়দ ইবনে খালিদ জুহানি রা. বলেন— রাসূল স. বলেছেন— যে ব্যক্তি সরঞ্জাম দিয়ে আল্লাহর পথে কোনো মুজাহিদ প্রস্তুত করে দিলো, নিঃসন্দেহে সে ব্যক্তি নিজেই জিহাদ করলো। আর যে ব্যক্তি কোনো মুজাহিদের পরিবারে উত্তমরূপে প্রতিনিধিত্ব করলো, নিঃসন্দেহে সে-ও জিহাদ করলো। (অর্থাৎ সেও জিহাদের সওয়াব পাবে।)
[সহিহ মুসলিম, হাদিস ১৮৯৫]