বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:৪৭
Home / নারী-পুরুষ / ঢাকার কোন কোন মসজিদে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে?

ঢাকার কোন কোন মসজিদে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে?

Narir Namajনারীরা অনেক সময়ই বাইরে গিয়ে নামাজ আদায়ের স্থান খুঁজে পান না । যার ফলে অনেক নামাজি নারীর নামাজই কাজা হয়ে যায় । পুরুষের মতো হুট করে যেখানে সেখানে নামাজ আদায়ও তাদের পক্ষে সম্ভব হয় না । এ জন্যে অনেকেই আজকাল নারীদের জন্যে মসজিদের সাথে নামাজের জায়গা রাখার পক্ষে কথা বলছেন । ইতোমধ্যে অনেক মসজিদে সে ব্যবস্থা রাখাও হয়েছে । আমাদের অনুসন্ধানে দেখা গেছে ঢাকায় প্রায় ত্রিশটি মসজিদে নামাজের ব্যবস্থা রয়েছে ।

১. ঢাকা নিউ মার্কেট মসজিদ

২. রাইফেলস স্কয়ার (জিগাতলা)

৩. ইস্টার্ন মল্লিকার ছাদে

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ

৫. রাপা প্লাজার ৫ম তলায় জয়ীতার শো-রুম ও মার্কেটের ছাদ (ধানমন্ডি ২৭)

৬. সোবহানবাগ জামে মসজিদ (ধানমন্ডি ২৭)

৭. গাউছিয়া মার্কেটের নিচ তলায় (ধানমন্ডি হকারস এর উল্টোদিকে)

৮. চাঁদনি চকের ৩য় তলায় (নিউমার্কেটের উল্টোদিকে)

৯. তাকওয়া মসজিদ (ধানমন্ডি ১২/এ লেকের সাথে)

১০. বসুন্ধরা শপিং কমপ্লেক্স, পান্থপথ (৪র্থ তলায়)

১১. বায়তুল মামুর মসজিদ, সায়েন্সল্যাব (২য় তলা)

১২. ফেরদৌসি মসজিদ, মিরপুর-১

১৩. মৌচাক মার্কেট (৪র্থ তলা)

১৪. জেনেটিক প্লাজা ১ম তলা (ধানমন্ডি ২৭)

১৫. বায়তুল আমান মসজিদ (ধানমন্ডি ৮)

১৬. উত্তরা ৪ নং, ৬ নং, ৭ নং সেক্টর মসজিদ

১৭. স্কয়ার হসপিটাল

১৮. ডিসিসি সুপার মার্কেট (গুলশান ১)

১৯. উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার (মার্কেট) ৯বম তলা

২০.রমনা থানা জামে মসজিদ

২১. ইউনাইটেড হসপিটাল (৩য় তলা)

২২. এপলো হসপিটাল (৫ম তলা)

২৩. পিঙ্ক সিটি (বেইজমেন্ট)

২৪. মোহাম্মদপুর এ স্যার সৈয়দ রোড এর আল আমিন মসজিদ

২৫. আযাদ মসজিদ (গুলশান ২)

২৬. নায়েম ভবন মসজিদ (ঢাকা কলেজের পেছনে)

২৭. ল্যাব এইড ডায়াগনস্টিক হসপিটাল (১.৫ তলা)

২৮. টুইন টাওয়ার শপিং সেন্টার (৪র্থ তলা)

২৯. ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ধানমণ্ডি (বেইজমেন্ট)

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমীর নিউ ভার্সন এবং রাষ্ট্র থেকে স্বেচ্ছা নির্বাসন!

সৈয়দ শামছুল হুদা: বাংলাদেশের একটি আলোচিত অন্যতম রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকারে থাকা ...