শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:০৭
Home / কওমি অঙ্গন / কমাশিসার সেমিনারে সেদিন যা বলতে চেয়েছিলাম
ছবি : কমাশিসার [কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলন] সেমিনারে সম্মাননাপত্র তুলে দিচ্ছেন এর কর্ণধার খতিব তাজুল ইসলাম, প্রিয়তম ব্যক্তিত্ব প্রকৌশলী মাওলানা জুলফিকার জহুরসহ অন্য অতিথিরা

কমাশিসার সেমিনারে সেদিন যা বলতে চেয়েছিলাম

ছবি : কমাশিসার [কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলন] সেমিনারে সম্মাননাপত্র তুলে দিচ্ছেন এর কর্ণধার খতিব তাজুল ইসলাম, প্রিয়তম ব্যক্তিত্ব প্রকৌশলী মাওলানা জুলফিকার জহুরসহ অন্য অতিথিরা
ছবি : সেমিনারে সম্মাননাপত্র তুলে দিচ্ছেন এর কর্ণধার খতিব তাজুল ইসলাম, প্রকৌশলী মাওলানা জুলফিকার জহুরসহ অন্যান্য অতিথিরা
আলী হাসান তৈয়ব : আমার ক্ষুদ্র চিন্তা হলো, কওমি মাদরাসার অন্য সমস্যাগুলোর চেয়ে বড় সমস্যা নিজেদের মেলে ধরতে পারার অসামর্থ্য। এর সন্তানরা যা শেখেন এবং তাদের যা যোগ্যতা তৈরি হয়, এর দুই থেকে তিন তৃতীয়াংশই অনাবিষ্কৃত ও অব্যবহৃত থেকে যায়। পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, হিমালয়প্রমাণ সম্ভাবনা ও সামর্থ্য নিয়ে কবরে চলে যাচ্ছেন অসংখ্য প্রতিভা। রাষ্ট্র ও সমাজ যেমন এদের মূল্য বুঝতে পারছে না। করছে না যথাযথ মূল্যায়ন। তেমনি এরা নিজেরা অধিকাংশই আবিষ্কার করতে পারেন না কী বিশাল সম্ভাবনা তার ভেতর। কী বিপুল শক্তির অধিকারী তিনি। তিন-চারটি ভাষা যাদের কাছে তারা একটি ভাষাতেও নিজের যোগ্য অবস্থান তৈরি করতে পারেন না নিজেকে আবিষ্কার করতে পারায়। তাই প্রিয় কওমির জন্য বেশি কিছু নয়, আশু দরকার কেবল প্রতিযোগিতার মহাসড়কে প্রবেশের রুটপার্মিট। দরকার সরকারি সনদ ও রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রয়োজন বিষয়-বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে বিশেষায়িত প্রশিক্ষণ।

 

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...