عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عن النَّبيّ ﷺ، قَالَ: «دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا أهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ كَثْرَةُ سُؤالِهِمْ واخْتِلافُهُمْ عَلَى أنْبيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْء فَاجْتَنِبُوهُ، وَإِذَا أمَرْتُكُمْ بأمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»
অর্থ : আবু হোরায়রা রা. থেকে বর্ণিত আছে, নবী স. বলেন— আমি যে সম্পর্কে তোমাদের (বর্ণনা না দিয়ে) ছেড়ে দিয়েছি, সে ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও (অর্থাৎ সে ব্যাপারে আমাকে প্রশ্ন করো না)। কারণ, তোমাদের পূর্ববর্তীরা তাদের অধিক প্রশ্ন করার এবং তাদের নবীদের সঙ্গে মতোবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমি যখন তোমাদের কোনো কিছু থেকে নিষেধ করবো, তখন তোমরা তা থেকে দূরে থাকো। আর যখন আমি তোমাদের কোনো কাজের আদেশ দেবো, তখন তোমরা তা সাধ্যমত পালন করো।
[নাসায়ি, হাদিস ১৭১৯]