বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:০৩
Home / আমল / রাসুল স. যা বলতে চান নি, সে সম্পর্কে ব্যাখ্যা না খোঁজা

রাসুল স. যা বলতে চান নি, সে সম্পর্কে ব্যাখ্যা না খোঁজা

Muhammadعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عن النَّبيّ ﷺ، قَالَ: «دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا أهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ كَثْرَةُ سُؤالِهِمْ واخْتِلافُهُمْ عَلَى أنْبيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْء فَاجْتَنِبُوهُ، وَإِذَا أمَرْتُكُمْ بأمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»

অর্থ : আবু হোরায়রা রা. থেকে বর্ণিত আছে, নবী স. বলেন— আমি যে সম্পর্কে তোমাদের (বর্ণনা না দিয়ে) ছেড়ে দিয়েছি, সে ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও (অর্থাৎ সে ব্যাপারে আমাকে প্রশ্ন করো না)। কারণ, তোমাদের পূর্ববর্তীরা তাদের অধিক প্রশ্ন করার এবং তাদের নবীদের সঙ্গে মতোবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমি যখন তোমাদের কোনো কিছু থেকে নিষেধ করবো, তখন তোমরা তা থেকে দূরে থাকো। আর যখন আমি তোমাদের কোনো কাজের আদেশ দেবো, তখন তোমরা তা সাধ্যমত পালন করো।

[নাসায়ি, হাদিস ১৭১৯]

 

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আধ্যাত্মিকতা

ডক্টর আব্দুস সালাম আজাদী:: আধ্যাত্মিকতা **************** রুহানিয়্যাত বা আধ্যাত্মিকতা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল ...