বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:৪৭
Home / খোলা জানালা / জঙ্গিদের যেভাবে ফেরানো যায়

জঙ্গিদের যেভাবে ফেরানো যায়

zangiঅভিজ্ঞ এই মানসিক এবং মাদক নেশাজনিত সমস্যার বিশেষজ্ঞ পরামর্শদাতা ড. তাজুল ইসলামের মতে, তরুণদের জঙ্গিবাদ থেকে দূরে রাখতে হলে পরিবার থেকেই কাজ শুরু করতে হবে৷ তিনি বলেন, ‘‘আমি গার্জিয়ানদের এ কথাই বলি যে, আপনার ছেলের মধ্যে ভালনারেবিলিটি আছে, তারুণ্যের কিছু বৈশিষ্ট্য আছে এবং আশেপাশে এমন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী আছে যারা প্রলোভন দেখাবে এবং আপনার সন্তানকে নিয়ে যাবে৷ কিন্তু গুড প্যারেন্টিং থাকলে স্বার্থান্বেষী মহলও ক্ষতি করতে পারবেনা৷ সন্তানের সঙ্গে যদি বাবা-মায়ের অনেক বেশি দূরত্ব থাকে, সন্তানের মনোজগতের পরিবর্তন যদি তারা খেয়াল করতে না পারেন, তাহলে গর্ত দিয়ে তো সাপ ঢুকেই যাবে৷”

গর্তের সাপ’ থেকে সন্তানদের দূরে রাখতে হলে স্নেহপরায়ণ এবং বন্ধুবৎসল বাবা-মাকে সতর্ক তো হতে হবেই, পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও সক্রিয় থেকে সহায়কের ভূমিকা পালন করতে হবে৷

দেশে বেশির ভাগ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েই খেলার মাঠ নেই, সাহিত্য-সংস্কৃতি চর্চার বিশেষ কোনো আয়োজন নেই, ‘খেলাঘর’, ‘কচিকাচার মেলা’-র মতো সংগঠনগুলোও যে প্রায় বিলুপ্তির পথে এসবও তরুণ প্রজন্মের একাংশের জঙ্গিবাদের দিকে ঝুঁকতে সহায়তা করছে বলে মনে করেন ড. তাজুল ইসলাম৷ এ বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘তথ্য-প্রযুক্তির যুগে ইন্টারনেটের ব্যবহার এত বেশি বেড়েছে যে খেলাধুলা, গান-বাজনা থেকে শুরু করে সোস্যালাইজেশনের অনেক বিষয় থেকেই একেবারে বিচ্ছিন্ন করে ফেলছি আমাদের সন্তানদের৷ আমরা আসলে আমাদের সন্তানদের জীবনটাকে ছোট করে ফেলছি৷ এই ছোট জীবন থেকে বড় কিছু হওয়ার সুযোগ নেই৷”

সাক্ষাৎকারে নতুন প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখার উপায় হিসেবে বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক তাজুল ইসলাম৷ তবে তাঁর মতে, সবচেয়ে বেশি প্রয়োজন উঠতি বয়সিদের প্রতি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের প্রতিটি স্তরে বিশেষ মনোযোগ এবং যত্ন৷ ড. তাজুল ইসলামের ভাষায়, ‘‘স্কুল, কলেজ, পরিবার এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আবার উজ্জীবিত করতে হবে৷ সবকিছু ঠিকভাবে কাজ করলেই কেবল শিশু, কিশোর, তরুণদের সার্বজনীন মানবিক বিকাশটা সম্ভব৷”

সৌজন্যে : ডয়েচে ভেলে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমীর নিউ ভার্সন এবং রাষ্ট্র থেকে স্বেচ্ছা নির্বাসন!

সৈয়দ শামছুল হুদা: বাংলাদেশের একটি আলোচিত অন্যতম রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকারে থাকা ...