মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৩০
Home / প্রতিদিন / কমাশিসার অনুষ্ঠান আজ ২৪ জুলাই, বিকেল ৩.৩০ টায়, হোটেল হলিডে এক্সপ্রেস, এয়ারপোর্ট

কমাশিসার অনুষ্ঠান আজ ২৪ জুলাই, বিকেল ৩.৩০ টায়, হোটেল হলিডে এক্সপ্রেস, এয়ারপোর্ট

kmasআজ ২৪ জুলাই, রবিবার ঢাকার আশকোনাস্থ হোটেল হলিডে এক্সপ্রেস (ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন হজ ক্যাম্পের সন্নিকটে) –এ বিকেল ৩.৩০টায় কমাশিসার [কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলন] আয়োজনে সমকালীন শিক্ষা ব্যবস্থার সংস্কার ভাবনা শীর্ষক এক সেমিনার এবং সার্বজনীন ও পূর্ণাঙ্গ ইসলামি শিক্ষা ব্যবস্থার রূপরেখা নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেম-উলামাসহ জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন শিক্ষাবিদ উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন ড. মাওলানা মুশতাক আহমদ, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন; সিরাজ উদ্দীন আহমেদ, সদস্য, জাতীয় শিক্ষা প্রণয়ন কমিটি, বাংলাদেশ; মাওলানা উবায়দুর রহমান খান নদভি, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব; প্রকৌশলী সাইয়েদ জুলফিকার জহুর, খতিব, তাকওয়াহ মসজিদ সোসাইটি ধানমণ্ডি, ঢাকা; ড. মাওলানা শামসুল হক সিদ্দিক, শিক্ষক, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজিপুর; একিউএম ছফিউল্লাহ আরিফ, সেক্রেটারি জেনারেল, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যংকস অব বাংলাদেশ; মাওলানা আবু সালেহ রহমানি, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ; প্রফেসর ড. রফিক চৌধুরী, প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, উত্তরা, ঢাকা; শায়খ আহমাদুল্লাহ, দাঈ, পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টার, সৌদি আরব; মো. রহমত উল্লাহ, অধ্যক্ষ, কিশলয় স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর ঢাকা; মাওলানা লিয়াকত আলী, সিনিয়ার সহকারী সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন কমাশিসার সম্পাদকমণ্ডলীর সভাপতি, আন নুর ইসলামিক স্কুল, সাউথ ইস্ট, লন্ডন –এর সম্মানিত চিফ এক্সিকিউটিভ খতিব তাজুল ইসলাম।

আনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন শায়খ মুফতি উছমান গণী। মুফতি জহীর ইবনে মুসলিম। মুফতি সাইফুল ইসলাম। মুফতি এনামুল হক। মুফতি এনায়েতুল্লাহ। মাওলানা লাবীব আবদুল্লাহ। গাজী মুহাম্মদ সানাউল্লাহ। সৈয়দ আনোয়ার আবদুল্লাহ। মাওলানা মিরাজ রহমান। মুফতি হুমায়ুন আইয়ুব। আবদুস সাত্তার আল আইনী। মুফতি কাজী মুহাম্মাদ হানিফ। মাওলানা আশিকুর রহমান। প্রিন্সিপাল হাফিজ সাখাওয়াত হোসাইন। মাওলানা হুমায়ুন কবির শাবিব। শাহ মুহাম্মাদ ফয়জুল্লাহ কাসেমী। মাওলানা আলী হাসান তৈয়ব। মাওলানা তারিক আজিজ। ‌মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা মাসউদুল কাদির। মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর। ফয়সাল বিন আবুল কাসেম। মাওলানা যুবায়ের আহমদ। মাওলানা মনযূরুল হক। মাওলানা রোকন রাইয়ান। মুফতি মহিউদ্দীন কাসেমি। মুফতি রাশিদুল হক। শাকিল আদনান। শাকের এহসানুল্লাহ। মাওলানা সাকিব মুস্তানসির। ইফতেখার জামিল।

উক্ত অনুষ্ঠানে আপনারা স্ববান্ধবে আমন্ত্রিত।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...