বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:৩৪
Home / আমল / ভালো কাজ দ্রুত করে ফেলা উচিত

ভালো কাজ দ্রুত করে ফেলা উচিত

Muslim3عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ الله ﷺ، قَالَ: «بَادِرُوا بِالأعْمَال فتناً كَقِطَعِ اللَّيْلِ المُظْلِمِ، يُصْبحُ الرَّجُلُ مُؤْمِناً وَيُمْسِي كَافِراً، وَيُمْسِي مُؤمِناً ويُصبحُ كَافِراً، يَبيعُ دِينَهُ بعَرَضٍ مِنَ الدُّنيا». رواه مسلم

অর্থ : আবু হোরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ স. বলেন— তোমরা অন্ধকার রাতের টুকরোসমূহের মতো (যা একটার পর একটা আসতে থাকে এমন) ফেতনা-ফাসাদ আসার পূর্বে নেককাজ কাজ দ্রুত করে ফেলো। মানুষ সে সময়ে সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে। নিজের দীনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করবে।

[সহিহ মুসিলিম, হাদিস ১১৮]

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আধ্যাত্মিকতা

ডক্টর আব্দুস সালাম আজাদী:: আধ্যাত্মিকতা **************** রুহানিয়্যাত বা আধ্যাত্মিকতা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল ...