বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:৪৩
Home / আমল / ইসলামের ওপর অবিচল থাকা

ইসলামের ওপর অবিচল থাকা

young-muslimوَعَنْ أَبِي عَمْرٍو، وَقِيلَ : أبي عَمْرَةَ سُفيَانَ بنِ عَبدِ الله رضي الله عنه، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ الله، قُلْ لِي في الإسْلامِ قَولاً لاَ أسْأَلُ عَنْهُ أَحَداً غَيْرَكَ . قَالَ: «قُلْ : آمَنْتُ بِاللهِ، ثُمَّ استَقِمْ». رواه مسلم

অর্থ : আবু আমর (মতান্তরে) আবু আমরাহ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন— আমি বললাম— হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলে দিন, যে সম্পর্কে আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা না করতে হয়। তিনি বললেন— তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এরপর (তার ওপর) অনড় থাকো ।

[সহিহ মুসিলিম, হাদিস ৩৮]

 

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আধ্যাত্মিকতা

ডক্টর আব্দুস সালাম আজাদী:: আধ্যাত্মিকতা **************** রুহানিয়্যাত বা আধ্যাত্মিকতা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল ...