শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৫৫
Home / আন্তর্জাতিক / আইএস’র লোকেরা জাহান্নামের কুকুর, বাগদাদিকে পেলে খণ্ড খণ্ড করা হবে : ওয়াইসি

আইএস’র লোকেরা জাহান্নামের কুকুর, বাগদাদিকে পেলে খণ্ড খণ্ড করা হবে : ওয়াইসি

oisiসন্ত্রাসী সংগঠন দায়েশ বা ‘আইএস-এর লোকেরা জাহান্ননামের কুকুর। আবুবকর আল বাগদাদিকে হাতে পেলে তাকে খণ্ড খণ্ড করে ফেলা হবে। গতকাল (শুক্রবার) হায়দ্রাবাদে এক বড় জনসভায় এভাবেই সন্ত্রাসী সংগঠন আইএস সম্পর্কে মন্তব্য তথা হুঁশিয়ারি দিয়েছেন মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি বলেন, ‘আইএস ইসলাম বিরোধী শক্তির উপকরণ। নবীজির মসজিদের সামনে ইসলামের শত্রু আইএসআইএল হামলা করেছে। এরা ইসলামকে ধ্বংস করার কাজ করছে। এদের যোদ্ধারা জাহান্নামের কুকুর।’

তিনি আইএসআইএল প্রধান আবুবকর আল বাগদাদিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আবুবকর যে দিন তুমি সাচ্চা মুসলমানের সামনে পড়বে সেদিন তোমার শরীরকে এক নয়, একশ’ টুকরো করবে। তুমি মুসলমানদের এত বড় যন্ত্রণা দিয়েছ যে, তোমাকে জীবিত পাকড়াও করা গেলে, তোমার হাঁড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না।’

তিনি এক আবেদনে মুসলিমদের অস্ত্র হাতে না তুলে নেয়ার জন্য বলেন। তিনি বলেন, ‘ইসলামের জন্য বাঁচা-মরা নয়, মানবতার জন্য বাঁচো। এই দেশ তোমাদের, এর সঙ্গে তোমরা থাকো। জিহাদ করতে হাতিয়ার হাতে নিয়ো না। লোকেদের দারিদ্রতা দূর করো, গরীব মেয়েদের বিয়ে দাও এটা জিহাদ।’ ওয়াইসি বলেন, ‘আইএস ইসলামের জন্য কিছু করছে না। এরা সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসলামের শিকড়কে উপড়ে ফেলতে চাচ্ছে।’

ওয়াইসি বলেন, ‘রমজান মাসে বাগদাদ, ইস্তাম্বুল, ঢাকাসহ বিশ্বের বিভিন্ন অংশে মুসলিম-অমুসলিম মিলিয়ে ৩০০ নিরপরাধ মানুষকে হত্যা করেছে আইএসআইএল। এরা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে। এরা মদীনায় নবীজির মসজিদকেও রেহাই দেয়নি!’

মুসলিম যুবকদের উদ্দেশ্যে ওয়াইসি বলেন, ‘মরো না, ইসলামের জন্য বাঁচো। লেখাপড়া জানা যুবকদের এগিয়ে আসতে হবে। ভারতের জন্য আজ তোমাদের খুব প্রয়োজন। এ দেশের কুতুব মিনার তোমাদের, তাজমহলের সৌন্দর্য তোমাদের। সমগ্র ভারত, গোটা বিশ্ব তোমাদের। এরা কারা? যারা আত্মঘাতী বোমারু বানাচ্ছে! নিরপরাধ মানুষদের হত্যা করছে-ইসলাম এসব শেখায়নি।’

প্রসঙ্গত, এরআগে আইএস’র বিরুদ্ধে বিবৃতি দেয়ায় আসাদউদ্দিন ওয়াইসিকে ওই সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিল।

সৌজন্যে : পার্সটুডে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...