وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عَنِ النَّبيّ ﷺ، قَالَ: «لاَ يَسْتُرُ عَبْدٌ عَبْداً في الدُّنْيَا إلاَّ سَتَرَهُ اللهُ يَوْمَ القِيَامَةِ».
অর্থ : আবু হোরায়রা রা. থেকে বর্ণিত আছে, নবী স. বলেন— যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।
[সহিহ মুসলিম, হাদিস ২৫৯০]