মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:২০
Home / আকাবির-আসলাফ / আবারো জেগে উঠেছে দেওবন্দের উলামায়ে কেরাম।

আবারো জেগে উঠেছে দেওবন্দের উলামায়ে কেরাম।

deobond2মাওলানা আরশাদ মাদানী গুরুত্বপূর্ণ মিটিঙ্গে বসছেন সৌদির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের সাথে।

এক সময়কার মহা অপশক্তি ব্রিটিশদের যেভাবে নাস্তানাবুদ করে দেওবন্দের উলামায়ে কেরাম বিজয় অর্জন করেছিলেন ঠিক তেমনি আবারো মুসলমানদের সেই ঐতিহ্য পুনর্দ্ধারের জন্য একের পর এক আরবে সফর করে মুসলমানদের ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে এগিয়ে যাচ্ছেন সেই মহা সংগ্রামী উলামাদের সুযোগ্য উত্তরসুরী বর্তমানের ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী দাঃ।
তিনি বর্তমানে পবিত্র কা’বা শরিফের সম্মানিত ইমামদের সাথে মিটিং করার পর আজ গুরুত্বপূর্ণ মিটিং করছেন হারামাইন শরিফাইনের খাদেম ও আরবের প্রভাবশালী রাষ্ট্র সৌদিআরবের বাদশাহ সালমান ও ভারতে নিযুক্ত সৌদির রাষ্টদুত এবং সৌদির পররাষ্ট্রমন্ত্রী এর সাথে।
আমরা আশা করবো তাদের নেতৃত্ব মুসলমানদের সেই হারানো বীরত্বপূর্ণ ঐতিহ্য ফিরে পাবে ইনশাআল্লাহ।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কমাশিসার ২১ দফা

কমাশিসা ডেস্ক: ১. একক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাস্তবায়ন করুন। ২. আধুনিক শিক্ষার সাথে সমন্বয় সাধন ...