রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:২৪
Home / আন্তর্জাতিক / সমকামীদের ফায়ারিং স্কোয়াডে লাইন বেঁধে দাঁড় করিয়ে হত্যা করা উচিত: খ্রিষ্টান যাজক

সমকামীদের ফায়ারিং স্কোয়াডে লাইন বেঁধে দাঁড় করিয়ে হত্যা করা উচিত: খ্রিষ্টান যাজক

Popeযুক্তরাষ্ট্রে এক খ্রিষ্টান যাজক ওরল্যান্ডোতে হামলা চালিয়ে ৫০ জন সমকামীকে হত্যার ঘটনার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘সে রাতের পর থেকে ফ্লোরিডা এবং ওরল্যান্ডো অনেক বেশি নিরাপদ হয়েছে।’

ওই যাজকের নাম রজার জিমেনেজ। তিনি সেক্রেমেন্টোর ভেরিটি ব্যাপ্টিস্ট চার্চের দায়িত্বরত। গত রোববারে সাপ্তাহিক বক্তব্যে জিমেনেজ এ সমকামীদের ব্যাপারে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি চার্চে আগতদের উদ্দেশ্যে বলেন, ‘গতকালের ঘটনায় আপনারা কি খুব দুঃখিত? না, আমার মনে হয় এটা খুব অসাধারণ কাজ হয়েছে। আমি বিশ্বাস করি এটা সমাজের জন্য উপকারি। আমার মনে হচ্ছে, ফ্লোরিডা এবং ওরল্যান্ডো এখন অনেক বেশি নিরাপদ জায়গা।’

তিনি আরো বলেন, আমাদের সরকার যদি সঠিক পথে চলতো, তাহলে তাদের উচিত ছিল সব সমকামীকে এক লাইনে দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াডে ওদের মাথার মগজ উড়িয়ে দেয়া।’

যাজকের এমন বক্তব্যে পশ্চিমা মিডিয়াগুলোতে সমালোচনার ঝড় উঠেছে।

সূত্র: ডেইলি বিস্ট

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...