শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:১৮
Home / আকাবির-আসলাফ / আমার চিন্তা-সিলেবাস ভাবনা

আমার চিন্তা-সিলেবাস ভাবনা

জুলফিকার মাহমুদী

Quran1ইসলাম যেভাবে পরিপূর্ণ ঠিক তার শিক্ষাও পরিপূর্ণ ৷ জীবন, সমাজ, রাষ্ট্রের সব ক্ষেত্রেই ইসলামের শিক্ষা রয়েছে ৷ যেটি পূর্ণ নয়; একেবারে পরিপূর্ণ। প্রস্রাব-পায়খানার নিয়ম থেকে রাষ্ট্র পরিচালনার নিয়ম পর্যন্ত এমন কোন বিষয় নেই যেখানে ইসলামি নীতিমালা নেই ৷ যেখানে নীতিমালা সেখানেই শিক্ষা ৷ কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা মূলতঃ ইসলামি শিক্ষারই এক ধাপ ৷ কিন্তু আজ বাংলাদেশর কওমি মাদরাসাসমূহে কি যেন এক ধরনের একগুয়েমী চলছে! তাই বহুকাল থেকে তার লক্ষ্য অর্জনে পৌছাতে পূর্ণ না হলেও ব্যর্থতার পাল্লাও অনেক ভারী ৷ তাই সংস্কারের আওয়াজ উঠছে ৷ আওয়াজ উঠছে ঐক্যের, আওয়াজ উঠছে কৌশল পরিবর্তনেরও ৷ এ সমস্ত কথাগুলো পত্রিকার পাতায় লিখার প্রয়োজন ছিল না ৷ এগুলো ছিল ঘরোয়া ব্যপার। আপসের মধ্য আলোচনা করে সমাধান করাই ছিল যুক্তিযুক্ত কিন্তু বাধ্য ! কে শুনে কার কথা! সবাই সভাপতি! সবাই সেক্রেটারি! যেন আমিই আমি ৷ আমার একটু অভিজ্ঞতার কথা বলি। বাংলাদেশে ছোটবড় সহ প্রায় ১৯ টির মত কওমি শিক্ষা বোর্ড আছে ৷ একেক বোর্ডের নেসাব, ক্লাসের নাম, শিক্ষাবর্ষ ইত্যাদী ভিন্ন ভিন্ন ৷ এগুলোর মাধ্যমে যেভাবে আলেম-উলামার পরস্পর হিংসা-বিদ্বেষ বাড়ছে, ঠিক পূর্ণ লক্ষ্য অর্জনেও ব্যর্থ ৷ ক্ষয় হচ্ছে অনেক মেধা ৷ নামে বেনামে ইসলামের ক্ষতি করছে, হচ্ছে অহরহ ৷ একরম চিন্তা মাথায় নিয়ে প্রথমে মোবাইলে টাকা ঢাললাম ১০০পরে আরো অনেক ৷ শুরু করলাম বোর্ড কর্তৃপক্ষের কাছে ফোন ৷ প্রতিনিধিদের কাছে ফোন দিয়ে থ হয়ে গেলাম তাদের উত্তর শুনে ৷ যাতে প্রতিনিধি কি বললেন এগুলো বলার প্রয়োজন নেই ৷ যাইহোক, কিছু কিছু প্রতিনিধি সাক্ষাতে আলোচনা করতে বললেন ৷ আমি এই সুযোগটিকে হাতছাড়া না করতে শুরু করলাম দেখা স্বাক্ষাত নিজ খরচে, বিনা স্বার্থে ৷ অবশ্য সকল প্রতিনিধির সাথে স্বাক্ষাতের সুযোগ হয়নি। তবে যাদের সাথেই স্বাক্ষাত হয়েছে কারো কাছেই আশার আলো পাইনি ৷ তখন আমার মনে হয়েছিল (আল্লাহ না করুন) আলেম-উলামাদের ঐক্য করার দুটি সুরত আছে, এক টাকা, দুই ক্ষমতা ৷ যারা যারা টাকার লোভে, ক্ষমতার লোভে, পদপদবীর লোভে বাধা তাদেরকে টাকা ইত্যাদির মাধ্যমে হাদিয়া দিয়ে দেখি কি করা যায়। তবুও যদি ঐক্য প্রক্রিয়ার কাজ না হয় তখন শুরু করি ক্ষমতার ব্যবহার ৷

booksসকল কওমি বোর্ড এক হতে হবে ৷ এক নেছাব হতে হবে ৷ একই নামে ক্লাসের নাম হতে হবে ৷ একই ধারায় শিক্ষক নিয়োগ দিতে হবে ৷ শতভাগ tc’র ব্যবস্থা করতে হবে ৷ যখনতখন শিক্ষক বিদায় চলবে না ৷ শিক্ষকদের মানসম্মত বেতন-ভাতার ব্যবস্থা করতে হবে ৷ যখন তখন ক্লাস বর্ধন করতে হবে বন্ধ। শিক্ষকে শিক্ষকে হবে না কোন ধন্ধ ৷ ইসলামের প্রথমিক শিক্ষাকে ব্যাপক করতে হবে ৷ যিনি এসকল প্রক্রিয়ায় বাধা হবেন বিশেষ করে যিনি ঐক্য প্রক্রিয়ায় বাধা হয়ে দাড়াবেন উনাকে মুনাসিব মত জেল / জরিমানা ইত্যাদি ৷ তখন দেখবো এক নেসাব এক বোর্ড হয় কি না! কিন্তু নয় মন তেলও হবে না ঘোড়াও নাচবেনা ৷ তাই ক্ষমতাই চাই চাই ৷ এখনো কিন্তু হাল ছাড়িনি ৷ বুকভরা আশা নিয়ে শুরু করেছি লেখা ৷ এতে প্রাণ যায়, মান যায়, যাক ৷ দেখি মাওলায় কি করে ৷ আমার সাথে, আমার মতে, চিন্তা-চেতনায় হাজার হাজার কওমি তরুণ আলেম একমত ৷ সবাই খুজে, সমস্যা কোন জাগায়? সবাই ঐক্যমত, পদে আর বাস্তবতা না বুঝাই সমস্যা৷ সাথে আছে টাকায় বিক্রির খেলা ৷ এ জন্য প্রথমে এফবিতে লেখালেখি শুরু করেছি ৷ সবাই বলে আমিও আছি ৷ কিন্তু বাধাও কম হয়নি। হ্যাক করা হয়েছে আইডি, ব্লক করা হয়েছে অনেক ৷ তবুও ক্লান্ত নই, হবোও না ৷ যতক্ষণ পাবো না কেন ফলাফল ৷ যাইহোক, প্রতিনিধি বর্তমানে অনেক বড়, আরো বড় হবে ৷ সাথে থাকুন দেখি মাওলায় কি করে ৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমীর নিউ ভার্সন এবং রাষ্ট্র থেকে স্বেচ্ছা নির্বাসন!

সৈয়দ শামছুল হুদা: বাংলাদেশের একটি আলোচিত অন্যতম রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকারে থাকা ...