সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:১৪
Home / খোলা জানালা / সংখ্যালঘুর চিন্তায় কি সংখ্যাগুরুরা চলবে?

সংখ্যালঘুর চিন্তায় কি সংখ্যাগুরুরা চলবে?

নুতুন চেতনার কবি মুসা আল-হাফিজ

11223909_1630234113900880_4988690314133043893_nজাতীয় শিক্ষা কমিশনের উদ্ভট চিন্তা পাঠ্যপুস্তককে পরিণত করেছে জাতিসত্তা বিনাশী এক চয়নিকায়|বাংলা সাহিত্যের কথাই ধরুন| পাতায় পাতায় বাংলাদেশের সীমানার বাইরের ভারতচন্দ্র,হেমচন্দ্র,ইশ্বরচন্দ্র,সণ্জীবচন্দ্র,বঙ্কিমচন্দ্র,শরৎচন্দ্র সহ কত বিদেশীর রচনার সমাহার ঘটানো হয়েছে,যার তোড়ে দেশী লেখকরা হয়েছেন একান্তই সংখ্যালঘু|  মহৎ কোনো ভাবনা তাদের থেকে আমদানী করা হয়নি| অধিকাংশই আমাদের জন্য প্রাণঘাতি| যেমন বলাইচাঁদের একটি রচনা- নিমগাছ| নবম-দশমের ছেলে মেয়েরা তা পড়বে| এতে দেখানো হচ্ছে-নিমগাছ নির্যাতিত|

সে শুধু মানুষকে দিয়ে যায়, নেয় না কিছুই| স্থানুর মতো তাকে দাঁড় করিয়ে রাখে শেকড়- বাকড়| সে চায় কারো সাথে চলে যেতে,কিন্তু পারে না| আবর্জনার স্তুপেই বেঁচে থাকতে হয়| রচনার শেষ লাইন-বাড়ির বউটার ঠিক এক দশা| কিশোরি মেয়েদের কী শেখানো হলো এর দ্বারা? তোমরা যেহেতু অচল বৃক্ষ নও, তাই স্বামীর ঘরের শেকড় যেনো তোমাদের ধরে রাখতে না পারে| কারো সাথে চলে যেতে ইচ্ছে হলে তোমরা চলে যেয়ো|  এ পাঠ থেকে শিক্ষার্থীরা তসলিমা নাসরিনের চিন্তাকেই বাস্তবায়নের শিক্ষা পাবে|  ভাবুন,পাঠ্যপুস্তক যখন তসলিমা বানাবার মিশনে নিয়োজিত, তখন জাতির ভবিষ্যৎ কতো অন্ধকার !

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কে সেই আনাস মাদানি? কি তার পরিচয়?

কমাশিসা ডেস্ক: ১৬ সেপ্টেম্বের ২০২০ইং ঘটনার সুত্রপাত। বাংলাদেশের প্রাচিনতম ও বৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলুম ...