শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:২৮
Home / প্রতিদিন / ইফতার বন্টন করছেন দেশটির যুব প্রতিমন্ত্রী শামা আল মাজরুয়ী

ইফতার বন্টন করছেন দেশটির যুব প্রতিমন্ত্রী শামা আল মাজরুয়ী

13434780_966979613422112_5565677039242311328_nমুহাম্মাদ সিয়াম::

ব্রিটিশদের কাছ থেকে দেশটি স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে। কিন্তু এই স্বল্প সময়ে দেশটি নিজেদের ভাগ্য বদলাতে কী না করেছে! সম্পদ, প্রাচুর্য আর বিশ্বের সেরাসব অট্টালিকার জন্য আজ দেশটি বিশ্বের মধ্যে অন্যতম একটা ধনী দেশ। আর একই সময়ে স্বাধীন হয়েও আমরা আজ তাদের দেশে শ্রমিক পাঠানোর জন্য মুখিয়ে থাকি। হ্যাঁ, আমি সংযুক্ত আরব আমিরাতের কথা বলছি।

রাস্তায় দাড়ান যে মহিলাকে দেখছেন তিনি দেশটির যুব প্রতিমন্ত্রী শামা আল মাজরুয়ী। ইফতারের সময় হয়ে যাওয়ায় এভাবে রাস্তায় দাঁড়িয়ে ইফতার বিলি করছেন। এটি তার দায়িত্বের অন্তর্ভুক্ত কোন কাজ নয়, তবুও দেশের জনগণের প্রতি ভালোবাসা থেকেই তিনি এটি করছেন। আর এরকম দেশ ও জনগনের প্রতি ভালোবাসা থাকার ফলাফল হচ্ছে আজকের বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাড়ান আরব আমিরাত।

আফসোস আমাদের প্রাণপ্রিয় এই মাতৃভূমিতে দেশের সম্পদ সাফ করে নিজের পকেটে ঢোকানোর মানুষের অভাব নেই, কিন্তু দেশকে ভালবেসে, দেশের মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করার মানুষের বড়ই অভাব।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...