আল্লাহর অস্তিত্বের বিশ্বাস এতটা দৃঢ় থাকেতে হবে, যেনো অন্তরে আল্লাহ-ভিন্ন অন্যকিছুর বিশ্বাস দৃঢ়মূল না থাকে। এই ঈমানের শক্তির বলেই নামাজ, দোয়া এবং যাবতীয় নেক আমল আসমানে ওঠে।—
إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ﴿١٠﴾
তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। [সূরা ফাতির, আয়াত ১০]
ঈমানের শব্দ ও বুলি শুধু মুখে আওড়ানোই যথেষ্ট নয়। অন্তরে ঈমানের থাকার নিদর্শন হলো, মুমিন সর্বাবস্থায় আল্লাহর নির্দেশিত বিষয়ে আমল করে যাবে এবং নিষিদ্ধ বিষয় থেকে বাঁচবে সে। এজন্যে তাকে যত আরামই ত্যাগ করতে হোক না কেনো।
কোরআনে যতগুলি বড় বড় প্রতিদান-প্রতিশ্রুতির কথা রয়েছে, তার সবগুলির জন্যেই শর্ত হলো ঈমান।
এমন অন্তত দশটি প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তায়ালা ঈমানদারদের জন্যে। আর আল্লাহ তায়ালা প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না ।—
১- ঈমানদারদের জন্যে সফলতার প্রতিশ্রুতি—
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ﴿١﴾
মুমিনগণ সফলকাম হয়ে গেছে। [সূরা মুমিনুন, আয়াত ১]
২- ঈমানদারদের জন্যে সাহায্যের প্রতিশ্রুতি—
إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ ﴿٥١﴾
আমি সাহায্য করব রসূলগণকে ও মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে। [সূরা গাফির, আয়াত ৫১]
৩- ঈমানদারদের জন্যে বিজয়ের প্রতিশ্রুতি—
وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿١٣٩﴾
যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে। [সূরা আলে ইমরান, আয়াত ১৩৯]
৪- ঈমানদারদের জন্যে মর্যাদার প্রতিশ্রুতি—
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ ﴿٨﴾
মর্যাদা তো আল্লাহ তাঁর রসূল ও মুমিনদেরই। [সূরা মুনাফিকুন, আয়াত ৮]
৫- ঈমানদারদের জন্যে মুক্তির প্রতিশ্রুতি—
وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ ﴿٨٨﴾
আমি এমনি ভাবে বিশ্ববাসীদের মুক্তি দিয়ে থাকি। [সূরা আম্বিয়া, আয়াত ৮৮]
৬- ঈমানদারদের জন্যে নিরাপত্তার প্রতিশ্রুতি—
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُم بِظُلْمٍ أُولَٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ ﴿٨٢﴾
যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শেরেকির সাথে মিশ্রিত করে না, তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী। [সূরা আনআম, আয়াত ৮২]
৭- ঈমানদারদের জন্যে আল্লাহর সঙ্গে থাকার প্রতিশ্রুতি—
وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ ﴿١٩﴾
আল্লাহ রয়েছেন ঈমানদারদের সাথে। [সূরা আনফাল, আয়াত ১৯]
৮- ঈমানদারদের জন্যে জান্নাতের প্রতিশ্রুতি—
إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ ﴿١١١﴾
আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। [সূরা তাওবা, আয়াত ১১১]
৯- ঈমানদারদের জন্যে সুবিশাল অনুগ্রহের প্রতিশ্রুতি—
وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا ﴿٤٧﴾
আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুবিশাল অনুগ্রহ রয়েছে। [সূরা আহযাব, আয়াত ৪৭]
১০- ঈমানদারদের জন্যে আল্লাহর ভালোবাসার প্রতিশ্রুতি—
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا ﴿٩٦﴾
যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম স¤পাদন করে, তাদেরকে দয়াময় আল্লাহ ভালবাসা দেবেন। [সূরা মারয়াম, আয়াত ৯৬]
সূত্র : বিখরে মোতি, খণ্ড ৮, পৃষ্ঠা ১১০৬
লেখক : মাওলানা ইউনুস পালনপুরি