বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৭:৫১
Home / খোলা জানালা / জয়ের এটা কোন ধরনের ধৃষ্টতা ???

জয়ের এটা কোন ধরনের ধৃষ্টতা ???

ডক্টর তুহিন মালিক :
ණ☛ এটা কোন ধরনের ধৃষ্টতা? প্রধানমন্ত্রীর পুত্র ও উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বাংলাদেশে ইসলামী দলগুলোকে “বিদেশী সন্ত্রাসী সংগঠন” ঘোষণা করতে যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়ে নিবন্ধ লিখেছেন।

ණ☛ এটা একান্তই তার ব্যাক্তিগত বিশ্বাস, আদশর্ ও নিজদলের রাজনৈতিক অবস্থানের বিষয়। কিন্তু এতে “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” সম্বলিত পবিত্র কালেমার বানীকে তেলাপোকার গায়ে লিখলেন কেন? জয় ইচ্ছা করে যদি এই গহির্ত কাজটি করে থাকে তাহলে তার উচিত হবে বিলম্ব না করে বিশ্বের সকল মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া।

ණ☛ আর যদি তার অজান্তে অন্য কেউ করে থাকে (যদিও এটা অস্বাভাবিক) তবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে জয়ের নিজেকে নিদোর্ষ প্রমানের চেষ্টা করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে নেতৃত্বে আসতে চাইলে তাকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চেয়ে সতর্কতার সাথে রাজনীতি করতে হবে।

লেখক : সুপ্রিম কোর্টের আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ।

ই-মেইল : drtuhinmalik@hotmail.com

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

তথ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন চলচ্চিত্রকর্মীরা!

কমাশিসা ডেস্ক:: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্রকর্মীদের সমন্বিত সংগঠন ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ ...