মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:৩৪
Home / প্রতিদিন / ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত, পুলিশের নির্লজ্জতা !

ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত, পুলিশের নির্লজ্জতা !

12019797_429270063926530_4081634493464864381_nকমাশিসা ডেস্কিক: কিছুক্ষণপূর্বে রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসার সামনে একটি ট্রাক মাদ্রাসার এক ছাত্রকে আঘাত করেই পালানোর চেষ্টা করে। এমতাবস্থায় ছাত্ররা ট্রাকটি আটক করে মাদ্রাসার গন্ডিতে নিয়ে যেতে চাইলে পুলিশ ট্রাকটি হেফাজত করে পালিয়ে যাবার সুযোগ করে দেয়। ফলশ্রুতিতে ছাত্ররা প্রতিবাদ মিছিল বের করলে পুলিশ তাতে লাটিচার্জ করে। ফলে পুরো মাদ্রাসার সকল ছাত্ররা বের হয়ে এখন বিশাল জনসমুদ্রের সৃস্টি হয়েছে। পরিস্থিতি এখন ভয়বহতায় রূপ নিয়েছে..ফরিদাবাদ মাদ্রাসায় পুলিশের হামলায় অর্ধশতাধিক আহত তাদের মধ্যে তিনজন গুরতর,তারা বর্তমানে ঢাকা মেডিকেলে আছে।

বিস্তারিত পরে জানানো হবে… মনজুর এলাহী শওকত ঢাকা

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...