বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৭:৪২
Home / অনুসন্ধান / প্রিয় রাসুলের প্রিয় খেজুর আযওয়া এখন বাংলাদেশের মাটিতে !

প্রিয় রাসুলের প্রিয় খেজুর আযওয়া এখন বাংলাদেশের মাটিতে !

কর্মসংস্থান ডেস্ক:: আত্মকর্মসংস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভালুকার মুতালেব। একটি খেজুরের চারা সর্বোচ্চ তিনলক্ষ টাকা বিক্রি করেছেন। পরিবারে এখন স্বাচ্ছন্ধ।আমাদের টাইটেল পাশ আলেম ও ডিগ্রি পাশ কলেজ ভর্সিটির ভায়েরা মুতালেবের কাছ হতে খেজুর বাগানের তালিম নিয়ে নিজ বাড়িতে বসে বিদেশের আয় করতে এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। শুধু খেজুর নয় সবজি মাছ মোরগ সহ পশুর খামার করে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিন। শেখ সিরাজের প্রতিটি প্রগ্রামকে ফলো করুন। নিজে স্বাভলম্বি হউক অন্যকেও হতে দিন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...