বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:৫৪
Home / অনুসন্ধান / ঢাকায় মুয়াজ্জিন হত্যা : মূল হোতাসহ ৫ জন গ্রেফতার

ঢাকায় মুয়াজ্জিন হত্যা : মূল হোতাসহ ৫ জন গ্রেফতার

111724_179
রক্তমাখা জায়নামাজ

অনলাইন ডেস্ক :: রাজধানীর পুরান ঢাকায় এক মুয়াজ্জিনকে হত্যার ঘটনায় মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা গেছে, অর্থ লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আজ সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেন।

গত ৩ এপ্রিল রাজধানীর ইসলামপুরের একটি মসজিদের ভেতর মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে (৫৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত বিল্লাল হোসেন গত বিশ বছর ধরে ওই এলাকার জব্বুখান জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। সূত্র. নয়া দিগন্ত।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...