নাযমু চৌধুরী::
পাকা রাস্তা চাকার মিছিলে ঢাকা
প্রকৃতির শরীর ব্যাপী দূষণে ব্যস্ত, স্তব্ধ, বিচিত্র রঙের গাড়ির মিছিল। পায়ে চলা রঙিন রিমঝিম রিক্সার মিছিল। গরমে আবদ্ধ হাওয়া, বৃষ্টির ঝাপটা, মশার উপদ্রবে তাড়িত ভূখা মানুষের এবড়োখেবড়ো হেঁটে চলা মিছিল। অনন্ত সময়- অন্ধকারে অলিতে গলিতে কিংবা ষ্টেশন বারান্দায় আশ্রিত দুখি দিনমজুর, ভাসমান বস্তির কয়েক লক্ষ সংসারের অনিশ্চিত জীবনের মিছিল। লক্ষ কোটি বহুমাত্রিক যন্ত্রের কর্কশ শব্দের মিছিল। প্রভাতে উচ্ছিষ্ট খাবারের লাগি কাক ও কুকুরের ঝগড়াঝাটির মিছিল। মেহেনতী জনতার কাজে যাওয়া, দৈনন্দিন হাড় ভাঙ্গা খাটুনি মিছিল। নিত্যনৈমিত্তিক অভাবে তাড়িত মধ্য ও নিম্নবিত্ত মানুষের মনে অলিখিত কষ্টের মিছিল। ভোরের আলোয় শিক্ষার্থীদের ইস্কুলে যাওয়া নীরব মিছিল। সরকারী কর্মচারীর দাবী আদায়ের লক্ষে্য অবস্থান ধর্মঘটী স্থবির মিছিল। লক্ষ লক্ষ বেকার যুবক কাজের খোঁজে হর্নে হয়ে ছুটে চলা মিছিল। নাগরিক সুবিদা বঞ্চিত ভূক্তভোগী লোকের মিছিল। হাটে-বাজারে দ্রব্যমূল্যে উর্ধ্বগতি, অগুণিত ক্রেতার দীর্ঘশ্বাসের মিছিল। নির্যাতিত নারীদের অধিকার বাস্তবায়ন উদ্দেশে্য মিছিল। সুযোগ বঞ্চিত নিরীহ ব্যবসায়ীদের অসহায়ত্ব প্রকাশে মিছিল। পুলিশে অপদস্থ, দলিত মানুষজনের মিছিল। বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে রাজপথে মিছিল।
যত্রতত্র চুরি-ডাকাতি, লম্পটদের নিরীহ জনগণের মান-সম্মান-সম্পদের লোটপাট, আতংকে মিছিল। অপরিকল্পিত আকাশ ছোঁয়া অগোছালো দালানের মিছিল। ভূমি দসু্যদের হরিল্লুট, নিঃস্ব, চিকন খাল-নর্দমায় দুর্গন্ধ, জলাবদ্ধতা, দুষিত বাতাসের মিছিল। রাজনৈতিক শাসকের প্রপাগান্ডা মিছিল। ছাত্র নামধারী অছাত্রের ধান্দাবাজি মিছিল। দুর্নীতিবাজ জনপ্রতিনিধিকে সম্বোর্ধনা জানাতে মিছিল। ক্ষমতাবান শক্তির গৃহপালিত বিরুধীদলের মিছিল। জনগণের সম্পত্বি পোড়ানোর উদ্দেশে্য অসৎদের মিছিল। আশাহত, ভীতু রাজনৈতিক দলের মিছিল। অব্যবসায়ী, রকমারী দালালদের শক্তি প্রদর্শনে মিছিল। যেকোন অজুহাতে হরতালের আয়োজন, অর্থনীতি ধ্বংশের মিছিল। বিদেশী শক্তির লেজুরভিত্তি সংগঠনের গোপনীয় স্বার্থ উদ্ধারে মিছিল। ভিনদেশী শোষক রাষ্ট্রের দুশ্চরিত্র রাষ্ট্রপ্রধান আগমনে ট্রাফিক-জ্যামে আটকাপড়া মানুষের দীর্ঘ, তিক্ত অপেক্ষার মিছিল। সুযোগসন্ধানী ধর্মহীনদের আদর্শহীন মিছিল। অচল সমাজতন্ত্রের নামে জাতিকে বিভক্ত করা, উগ্রজাতিয়তাবাদীদের ব্যক্তি ও গোষ্টী স্বার্থ পাকাপোক্ত করা নতুবা পুঁজিবাদী কোন রাক্ষুসে নীতি বাস্তবায়নের দাপটে মিছিল। অন্ধ, ভন্ড ধার্মীকদের বিবেকহীন মিছিল। আঙ্গুল ফুলে কলাগাছ ধনীক গোষ্টীর ভোগতন্ত্র রক্ষার্থে নোংরা মিছিল। সকল মিছিলের আগে পিছে- গণমানুষের মৈলিক অধিকার উপেক্ষিত, পদদলিত, রক্তাত্ব… মিছিলে ঢাকা শহর। মিছিলের রাজা ”’ঢাকা মহানগরী”’।।।