বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:১৪
Home / অনুসন্ধান / চুরির অপবাদে মুসলিম কিশোরকে নির্যাতন

চুরির অপবাদে মুসলিম কিশোরকে নির্যাতন

03

তারেক সিদ্দিকী :: এক রাজন হত্যার ঘা না শুকাতেই আবারও ফেনীতে মুসলিম কিশোরের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় ফেনীতে। অর্জুন দাসরা এমন দুঃসাহস পেল কোথায়? এই নির্মমতার শেষ কোথায়?

ফেনী শহরতলীর কালীপালে দশমীঘাট সংলগ্ন স্থানে শুক্রুবার চুরির অভিযোগে এক কিশোরকে দোকানের পিলারের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন ও বিবস্ত্র করে অমানবিক অত্যাচারের পর তার ভাগ্যে কী পরিণতি ঘটেছে তা কারো জানা নেই!

নির্যাতনকরাীদের প্রধান হোতা শহরের কালি মন্দির মার্কেটের হরেকৃষ্ণ স্টোরের মালিক হিন্দুনেতা অর্জুন‬ দাস ও তার সঙ্গীদের ক্ষমতার উৎস কোথায়?
ঘটনায় জড়িতরা এখনও ধরাছোঁয়ারর বাইরে। এমন অমানবিক ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা এবং দাম্ভিকতার উচিৎ শিক্ষা দেয়া প্রয়োজন।

02 01

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...