সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:১৬
Home / কুইজ-প্রতিযোগিতা / সিলেট বিভাগীয় হুসনুস সাউত প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট বিভাগীয় হুসনুস সাউত প্রতিযোগিতা সম্পন্ন

12901398_926397984148507_1359170744287158024_oডেস্ক রিপোর্ট :: জাতীয় ক্বেরাআত প্রতিযোগিতা ও হিফজুল কুরআন হুসনুস সাউত সিলেট বিভাগীয় বাছাই পর্ব গত রোববার সম্পন্ন হয়েছে। সিলেট নগরীর উপশহরস্থ দারুত তাহফিজ হিফজুল কুরআন মাদরাসায় প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান আরকানুল্লাহ হারুনী, ইসলামিক পোগ্রামের ভাইস চেয়ারম্যান ক্বারী এ কে এম ফিরোজ, ক্বারী জহিরুল ইসলাম, ২২নং ওয়ার্ড কমিশনার সৈয়দ মিসবাহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন সহকারি পরিচালক এর শাহ নজরুল ইসলাম, ডি ব্লক মসজিদের মুতাওয়াল্লী নুরুল ইসলাম ফলিক, ২২ নং ওয়ার্ড সচিব তোফায়েল আহমদ, মাদরাসা পরিচালক এইচ এম শরীফ আহমদ কয়েছ। প্রতিযোগিতায় মোট ১২৬ জন অংশগ্রহণ করেন। তন্মধ্যে জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য ৩০  জন  প্রতিযোগি ইয়েসকার্ড লাভ করেন। অনুষ্টান পরিচালনা করেন তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুল ওয়াদুদ আফজল । সিলেট রিপোর্ট।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...