জাকারিয়া আহমদ, যশোর থেকে :: প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.কে নিয়ে ব্যঙ্গাত্মক উপস্থাপনার প্রতিবাদে উত্তাল যশোরের নওয়াপাড়া। ধর্মপ্রাণ তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে কটাক্ষকারীদের গ্রেফতার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। বিক্ষুদ্ধ জনতা এই ঘটনার সুষ্ঠু কোনো সুরাহা না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য গত ২৬শে মার্চ নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল মাঠে মহান স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে মহানবী সা.কে নিয়ে ব্যাঙ্গাত্বকএক অনুষ্ঠান উপস্থাপনা করা হয়। “যেমন খুশি তেমন সাজো” নামক অনুষ্ঠানে রাসুল সা.’র আকৃতি সাজিয়ে কৌশলে পবিত্র ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে।
এতে রাসুল সা.’র মেরাজের বাহন “বোরাক”কেও অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকাশ্যে এমন একটি অপকর্মের ধৃষ্টতা স্কুল কর্তৃপক্ষ কিভাবে প্রদর্শন করার সাহস দেখায়- এটা স্থানীয় জনসাধারন ও ধর্মপ্রাণ তাওাহদী জনতার কাছে প্রশ্নের বিষয় হিসেবে দেখা দিয়েছে।