স্টাফ রিপোর্টার :: রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগের একটি রিট আজ হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ায় এবং সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকায় শুকরিয়া আদায় করে এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, এ রায়ের মাধ্যমে দেশের জনগণ তথা ধর্মপ্রাণ জনতার বিজয় হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবীর যৌক্তিকতা প্রমাণিত হয়েছে, সকলের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। সংবিধানে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও হিন্দু, বৌদ্ধ, খৃস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এদেশে ঐহিত্য অনুযায়ী সব ধর্ম, বর্ণের মানুষ স্বস্ব অধিকার নিয়ে শান্তিতে অবস্থান করছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তারা আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ জনগণের ঐক্যবদ্ধ অবস্থান ও তওহিদী জনতার যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনের সাফল্যের জন্যে সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণ তথা দেশবাসীকে অভিনন্দন জানান। একইসাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশ, ধর্ম তথা ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সচেতন থাকার জন্যে দেশবাসীকে প্রতি আহ্বান জানান।