মুফতি ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। মহান আল্লাহ আমাদেরকে এই সুন্দর নিসর্গ উপহার দিয়েছেন, দিয়েছেন অর্থনৈতিক সম্ভাবনাও। সঠিক জীবনদর্শনের আলোকে এই সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাতে পারি তবে আমাদের প্রিয় এই দেশটি বিশ্ব-দরবারে কাঙ্ক্ষিত মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে, আমাদের দেশ হতে পারে আদর্শ একটি দেশ।এই আদর্শ রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীকে কাজ করতে হবে।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ ধর্মনিষ্ঠ, স্বাধীনচেতা ও পরিশ্রমপ্রিয়। ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায়, সমৃদ্ধ দেশ গঠনে এবং ইসলামের বিজয়ে উম্মাহকে আপোষহীন মনোভাব নিয়ে সাহসীকতার সাথে, শৃঙ্খলা ও শান্তির পথ ধরে এগিয়ে যেতে হবে।