শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:২৪
Home / আন্তর্জাতিক / আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫শ’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫শ’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

al-jazeera-641x400ডেস্ক রিপোর্ট :: পাঁচশ’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমটি বলছে, ছাঁটাইয়ের ফলে বিশ্বব্যাপি কর্মীদের ওপর প্রভাব পড়বে, তবে বেশিরভাগ কর্মী ছাঁটাই হবে কাতারে। খবর বিবিসির।

ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সোওগ বলেন, এ সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল; তবে সঠিক পদক্ষেপ নিতে গ্রুপ অত্যন্ত আত্মবিশ্বাসী।

১৯৯৬ সাল থেকে কাতার সরকারের তত্ত্বাবধানে আলজাজিরা বিশ্বব্যাপি সংবাদ প্রকাশ ও প্রচার করে আসছে। বিশ্বে আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমের ৭০টিরও বেশি ব্যুরো অফিস আছে।

মোস্তফা সোওগ এক বিবৃতিতে বলেন, যদিও আমাদের সিদ্ধান্ত বিশ্বব্যাপী গণমাধ্যম শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; তারপরও এটি আমাদের জন্য কঠিন ছিল। এর আগে চলতি বছরের শুরুর দিকে আলজাজিরা আমেরিকা টেলিভিশন সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। সুরমা টাইমস।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...