বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:৫৭
Home / প্রতিদিন / কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ চুরি দেশের জন্য অশনিসংকেত : প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান

কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ চুরি দেশের জন্য অশনিসংকেত : প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান

principal habibur rahmanনিজস্ক প্রতিবেদক ::

বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী বৈঠকে দলের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, দেশ থেকে ব্যাংকের টাকা চুরির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সরকারের কয়েকজন মন্ত্রী একে স্বাভাবিক বলে বিষয়টিকে হালকা করছে। এটা দেশের জন্য অশনিসংকেত। যারাই চুরির সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিভিন্ন জায়গায় সরকার দলীয় প্রার্থীরা অন্য প্রার্থীদের হ্যানস্তা করছে। প্রার্থীরা অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না।
প্রিন্সিপাল হাবীবুর রহমান আরো বলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। প্রয়োজনে দেশের ইসলামপ্রিয় জনতা যেকোনো কঠোর কর্মসূচী নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। অবিলম্বে রিট আবেদন বাতিল করার দাবী জানান তিনি।
আজ বিকেলে দলীয় কার্যালায়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোত্ত কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজীজ, মাওলানা কোরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক ড. জি এম মেহেরুল্লাহ, প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, নির্বাহী সদস্য হাফেজ শহীদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...