শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:৫৩
Home / প্রতিদিন / সৃজনঘর সাহিত্য ফোরাম পূনর্গঠন

সৃজনঘর সাহিত্য ফোরাম পূনর্গঠন

1549487_277470695740509_1027649099_nবৃহত্তর মৌলভীবাজারের মননশীল তারুণ্যের সাহিত্য সংগঠন, শীলিত সৃজনের ছায়ানীড় ‘সৃজনঘর’ সাহিত্য ফোরাম পূনর্গঠনের লক্ষ্যে গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় মৌলভীবাজারের স্থানীয় মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সৃজনঘর সাহিত্য ফোরামের সভাপতি মাওলানা আহমদ কবির খলিলের সভাপতিত্বে ও  সেক্রেটারি হাম্মাদ রাগিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সৃজনঘর সাহিত্য ফোরামের সদস্যদের পরামর্শের ভিত্তিতে আহমদ কবির খলিলকে পূনরায় সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহিরকে নির্বাহি সভাপতি মনোনিত করে ১০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহসাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, তথ্য ও গবেষণা সম্পাদক হাম্মাদ রাগিব, অনলাইন বিষয়ক সম্পাদক হাম্মাদ তাহমিম ও সহঅনলাইন বিষয়ক সম্পাদক জায়েদ আল হাফিজ।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন এল রহমান নোমান, আতাউর রহমান রাহাত, হিফজুর রহমান হাম্মাদ। সাহিত্য ফোরামের প্রধান উপদেষ্ঠা বিশিষ্ট লেখক কবি ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, উপদেষ্ঠা মুফতি জিয়াউর রহমান, হাফেজ মাওলানা নাজমুল হক, হাফেজ মাওলানা আবিদুর রহমান। পৃষ্টপোষক মাসিক হেফাজতে ইসলামের নির্বাহি সম্পাদক মাওলানা শেখ নুরে আলম হামিদী, মাওলানা আহমদ বিলাল, মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ। প্রসঙ্গত সৃজনশীল সাহিত্য চর্চার দৃঢ় প্রত্যয় নিয়ে ২০১৪ সালে সংগঠনটি গঠিত হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...