শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:০২
Home / কবিতা-গল্প / ভাষা দিবস

ভাষা দিবস

nhn

 

 

 

 

মানসূর আহমাদ

অনেক কাঠ ও খড় পুড়িয়ে
বুকের রক্ত ঘাম ঝরিয়ে
আনল যারা ভাষা,
তাদের চিতায় দিচ্ছি আগুন
আমরা সর্বনাশা!

প্রতি বছর তাদের ঘিরে
হচ্ছে যে পাপ দেশটা জুড়ে
কেমন জাতি মোরা,
শহীদানের আত্মাতে আজ
দিচ্ছি গেঁথে ছোরা!

ভাষার জন্য জীবন দিয়ে
আজকে তাদের রুহু নিয়ে
খেলছি কেমন খেলা,
বুঝবি রে মন আসবে যখন
তোমার যাওয়ার বেলা!

ভাষা যারা করি লালন
তাদের জন্য দিবস পালন
কোনো দরকার নাই,
ভাষা বলে চেঁচায় যারা
ওদের মুখে ছাই!

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...