মানসূর আহমাদ
অনেক কাঠ ও খড় পুড়িয়ে
বুকের রক্ত ঘাম ঝরিয়ে
আনল যারা ভাষা,
তাদের চিতায় দিচ্ছি আগুন
আমরা সর্বনাশা!
প্রতি বছর তাদের ঘিরে
হচ্ছে যে পাপ দেশটা জুড়ে
কেমন জাতি মোরা,
শহীদানের আত্মাতে আজ
দিচ্ছি গেঁথে ছোরা!
ভাষার জন্য জীবন দিয়ে
আজকে তাদের রুহু নিয়ে
খেলছি কেমন খেলা,
বুঝবি রে মন আসবে যখন
তোমার যাওয়ার বেলা!
ভাষা যারা করি লালন
তাদের জন্য দিবস পালন
কোনো দরকার নাই,
ভাষা বলে চেঁচায় যারা
ওদের মুখে ছাই!