ইলিয়াস মশহুদ :: কমাশিসার রূপকার, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার ভাইস প্রিন্সিপাল, জামেয়া মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, জামেয়া মাদানিয়া কে.জি. এন্ড হাইস্কুলের প্রধান পরিচালক, জামেয়া নূরানীয়ার প্রধান পরিচালক, বিশিষ্ট টিভি ভাষ্যকার খতিব তাজুল ইসলাম সাহেব গতকাল দুপুরে নাযাত ইসলামী মারকাজে পৌঁছলে তারুণ্যের উজ্জল আলোকবর্তিকা, আলেম সমাজের অহংকার, বিশিষ্ট আইনবিদ, টিভি ভাষ্যকার, নাযাত ইসলামী মারকাজের প্রিন্সিপাল, গরীব এন্ড এতীম ট্রাস্টের ফান্ডের সম্মানিত চেয়ারম্যান শায়খ সালেহ হামিদী ও ছাত্র-শিক্ষক সবাই মিলে তাঁকে প্রাণে প্রাণে বরণ করে নেন।
খতিব তাজুল ইসলাম নাযাত ইসলামী মারকাজে অবস্থানকালীন সময়ে শায়খ সালেহ হামিদী তাঁকে মারকাজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করান। খতিব তাজুল ইসলাম মারকাজের উন্নতি-অগ্রগতি দেখে নাযাত ইসলামী মারকাজের ভূয়সী প্রসংশা করেন এবং মারকাজটি দ্বীন ইসলাম ও মুসলিম উম্মহর ঐতিহাসিক একটি মারকাজে পরিণত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
নির্ধারিত কর্মসূচীর অংশ হিশেবে গরীব এন্ড এতীম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে পঙ্গু-অসহায় ও বিকলাঙ্গদের মাঝেহুইল চেয়ার বিতরণ কর্মসূচীতেও অংশগ্রহণ করেন। মারকাজের হিফজ বিভাগের ছাত্রদের মধুর তেলাওয়াতে উপস্থিত সবাই মুগ্ধ হন। হিফজ বিভাগের শিক্ষকদের উদ্দেশ্যে খতিব তাজুল ইসলাম সাহেব বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মারকাজের দায়িত্বশীলসহ সকলের আতিথেয়তায় প্রতিটি কর্মসূচী প্রাণবন্ত হয়ে ওঠে।