কমাশিসা ডেস্ক :: বিশিষ্ট শিক্ষাবিদ, দানবীর, সমাজসেবক, কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলনের রূপকার, কমাশিসার সভাপতি, লেখক, গবেষক, যুক্তরাজ্য প্রবাসী খতীব মাওলানা তাজুল ইসলাম বশেষ সফরে এখন বাংলাদেশে অবস্থান করছেন। আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টার সময় ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। প্রায় তিন সপ্তাহের বিশেষ এই সফরে তিনি বেশ কয়েকটি সভা-সেমিনারে যোগদান করবেন। এছাড়াও কবি মুহব খানকে তাঁর “সে আলেম” গানের জন্য এক লক্ষ টাকা পুরস্কার এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন, কমাশিসার ৩য় সিরিজের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দেশে অবস্থানকালে তিনি সমাজের বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম লেখক-সাংবাদিকদের সাথে বৈঠক করবেন।
