কমাশিসা ডেস্ক: দেশের প্রায় সবকটি বড় বড় জেলখানায় বিনা বিচারে আটকে রেখে কারা কর্তৃপক্ষ যুবতী মেয়েদের উপর চালাচ্ছে যৌন নির্যাতন।বাধ্য করছে দেহ ব্যবসায় চলছে তাদের উপর অমানবিক বলাৎকার…! কারা পরিদর্শন করে প্রধান বিচারপতির অভিব্যক্তি ! সুরাহা সমাধানের কেউ নেই। বলা হয় স্বাধীনতা যুদ্ধে পাক সেনারা আমাদের মা বোনদের ধর্ষণ করেছিলো।এখন এই কারাগার গুলোতে কারা তাহলে মা বোনদের খুবলে খুবলে খাচ্ছে ? রাষ্ট কোথায়? আইন আদালত বিচার পুলিশ প্রশাসন কোথায়? কোথায় প্রধানমন্ত্রী সরকারী বিরুধীদলীয় নেত্রীগণ ???
