রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:৪৯
Home / অনুসন্ধান / সুন্নি প্রধান শহর সিরিয়ার হোমস এখন ভুথুড়ে নগরি, ইরান হিজবুল্লাহ আর বাশারের কিয়ামত প্রলয় ! (ভিডিও)

সুন্নি প্রধান শহর সিরিয়ার হোমস এখন ভুথুড়ে নগরি, ইরান হিজবুল্লাহ আর বাশারের কিয়ামত প্রলয় ! (ভিডিও)

বিদেশ ডেস্ক: বিশ্বে ইসরাইলের চেয়েও একটি ভয়ঙ্কর অপশক্তির নাম ইরান। গতকালও যেখানে লাখো লাখো মানুষের পদচারণায় প্রাণচঞ্চল ছিল, সেই হিমস শহরের এই আজ পরিণতি। কতটুকু জিদ, আক্রোশ, আদর্শিক শত্রুতা কাজ করলে একটি সরকার নিজ দেশের মানুষের উপর এমন বর্বর, অসভ্য, ধ্বংসাত্বক নিপীড়ন চালাতে পারে তা এই ভিডিওটি না দেখলে কেউ কোনদিন বিশ্বাস করতে পারবে না। আসাদ বাহিনীর আড়ালে এই ধ্বংসাত্বক কর্মকান্ডের মূল হোতা ইরান। অপরাধ ! এই হিমস শহরের অধিবাসীরা সবাই ছিল সুন্নী মতাদর্শী। ইউরোপিয়ান সাগরে লাখো লাখো বনী আদম কেন মৃত্যুকোপে ঝাপ দিচ্ছে, তা এই ভিডিও টি দেখলেই আপনি উপলব্দি করতে পারবেন। আজকের সৌদী আরব কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কেন ইয়ামেন, সিরিয়ায় সৌদী নেতৃত্বে হামলার প্রস্তুতি চলছে তার কারন সম্পর্কে কিছুটা হলেও আপনি ধারণা করতে পারবেন। সৌদী আরবকে গালি দেওয়ার আগে, একবার ভাবুন, এই হিমস শহরটাকে কারা? কী উদ্দেশ্যে মাটির সাথে মিশিয়ে দিলো?

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

আল্লামা আহমদ শফীকে কি আসলেই তিলে তিলে হত্যা করা হয়ছে?

আল্লামা শফী সাহেবের মৃত্যু নিয়ে ওনার খাদেম  শফীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২০। ...