ভাষার মাস, ভাষা-ঠিকাদারদের তেলেসমাতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বানান বিড়ম্বনা!…
একুশ আমাদরে অহংকার। ভাষা আমাদের প্রাণ। বাংলা আমাদের ভাষা দেশ আমাদের ভালোবাসা। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অক্সফোর্ড। তাইতো। সেটা অনেক দিন যাবতই জানি। তবে আমরা ভাষার কন্ট্রাকটরদের হাতেই কেবল ভাষার ঠিকাদারী দিয়ে দিলে তারা ভাষাকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আল্লাই জানে।
নিবে না? নিবেই তো। মন্ত্রণালয় থেকে পোস্টঅফিসালয় পর্যন্ত সবখানেই বাংলার সাথে ইংলিশের যে ছড়াছড়ি তা লিখেই শুধু বুঝানো যাবে না। অনেকটা ভাষাকে ধর্ষনের নামান্তর। সবকিছু মুখে বলা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অফিসের একটা বিজ্ঞপ্তির বানান দেখলেই বুঝা যাবে ভাষা কাদের হাতে ধর্ষিত হচ্ছে।