আন্তর্জাতিক ডেস্ক :: মারিয়ার বয়স যখন ৫বছর, তখন সুরা ইয়াসীন মুখস্থ করে ফেলে। কদিন পর যুজ আম্মাও মুখস্থ হয়ে যায়। মা তার এই আগ্রহ দেখে সহযোগিতা দিতে লাগলেন। প্রতিদিন পাঁচ ঘণ্টা। স্কুলে যাবার আগে কিছু সময় । আসার পর কিছু এবং ডিনারের সময় কিছু। তাকে উৎসাহ দেয়ার জন্য সামান্য কালার পেন্সিল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ইত্যাদি চলতো। অবশেষে মাত্র দুই বছরে সে পুর্ণ হাফিজায়ে কোরআনে পরিণত হলো। আলহামদুলিল্লাহ।
হিফজ কমপ্লিশন প্রগ্রামে তিলাওয়াত করছে মারিয়া
