শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:৩০
Home / অনুসন্ধান / মাত্র ৭ বছর বয়সে পবিত্র কুরআনের হাফিজা হলেন ইংল্যান্ড লুটনের মেয়ে মারিয়া

মাত্র ৭ বছর বয়সে পবিত্র কুরআনের হাফিজা হলেন ইংল্যান্ড লুটনের মেয়ে মারিয়া

maariya-830x450আন্তর্জাতিক ডেস্ক :: মারিয়ার বয়স যখন ৫বছর, তখন সুরা ইয়াসীন মুখস্থ করে ফেলে। কদিন পর যুজ আম্মাও মুখস্থ হয়ে যায়। মা তার এই আগ্রহ দেখে সহযোগিতা দিতে লাগলেন। প্রতিদিন পাঁচ ঘণ্টা। স্কুলে যাবার আগে কিছু সময় । আসার পর কিছু এবং ডিনারের সময় কিছু। তাকে উৎসাহ দেয়ার জন্য সামান্য কালার পেন্সিল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ইত্যাদি চলতো। অবশেষে মাত্র দুই বছরে সে পুর্ণ হাফিজায়ে কোরআনে পরিণত হলো। আলহামদুলিল্লাহ।maariya-2হিফজ কমপ্লিশন প্রগ্রামে তিলাওয়াত করছে মারিয়া

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...