নিজস্ব প্রতিবেদক:: তরুণ লেখক আলেম ও সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মাদরাসার ভাইস প্রিন্সিপাল, আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শেখ নুরে আলম হামিদী।
গত শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বরুণা মাদরাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লেখক-গবেষক কবি মুসা আল হাফিজ, লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, বিশিষ্ট আলেম লেখক মুফতি জিয়া রহমান, গল্পকার মাওলানা আবিদুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক, লেখক-কলামিস্ট মাওলানা এহসান বিন মুজাহির, বরুণা মাদরাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা হিলাল আহমদ, তরুণ আলেম মাওলানা সাইফ রহমান প্রমুখ।
এদিকে বাদ জুহর বরুণার মসজিদে আবুবকরে রা. বরুণা মাদরাসা ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ হেদায়াতি নসিহত পেশ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর, বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা খলীলুর রহমান হামিদী। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী আলেম লেখক সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মুফতি জিয়া রহমান, লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, সাংবাদিক- লেখক এহসান বিন মুজাহির, প্রবন্ধকার মাওলানা আবিদুর রহমান প্রমুখ। বরুণা মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা নাজমুল হকের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নুরে আলম হামিদী, আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সভাপতি ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী।
প্রসঙ্গত, দীর্ঘ আড়াই বছর পর মাওলানা শেখ নূরে আলম হামিদী গত ২৮ জানুয়ারি তিনি যুক্তরাজ্য থেকে জন্মভূমি বাংলাদেশে আসেন। মতবিনিময় সভায় মাদরাসা ছাত্রদের লেখালেখি, সাংবাদিকতা, অনলাইন-ব্লগে অংশগ্রহণ, মিডিয়ায় আলেম সমাজের অংশগ্রহণের প্রয়োজনীয়তাসহ বিবিধ প্রসঙ্গে আলোচনা হয়। সভায় ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নুরে আলম হামিদী মাদরাসার বহুমুখী দ্বীনি খেদমত, মানবসেবায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রম, আল খলিল কুরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম, মাদরাসার বহুমখী কার্যক্রম কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই ও ড্রাইভ্রিং প্রশিক্ষণ কোর্সের বিষয়গুলোও আলেম-লেখকদের কাছে উপস্থাপন করেন। উপস্থিত আলেম লেখক সাংবাদিকগণ এসকল প্রশংসীয় কার্যক্রমের জন্য দোয়া কামনাসহ ধন্যবাদ জানান মাদরাসা ও সংশ্লিষ্টদের।
