বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:৪৪
Home / কবিতা-গল্প / জাগ মুসলমান জাগ রে…

জাগ মুসলমান জাগ রে…

ইমামুল ইসলাম

5432_344559758978497_1844420704_n

ইবলিশেরই হুলিখেলায়

জিহাদ তোরা ডাক রে

হুংকারিয়ে জগতজুড়ে

লাগিয়ে দে তাক্ রে

জাগ মুসলমান জাগ রে।

কণ্ঠে তোদের হাদিস-কুরআন

এমন করে হাঁক রে

হুংকার শোনে ইবলিশ যেন

হারায় তাদের বাক রে

জাগ মুসলমান জাগ রে।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...