রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:১৯
Home / অনুসন্ধান / ৭ মাসে কুরআন মুখস্থ করলেন কিশোরী আস-সিদাভী

৭ মাসে কুরআন মুখস্থ করলেন কিশোরী আস-সিদাভী

sidaviকমাশিসা ডেস্ক ::  ১২ বছর বয়সী এক কিশোরী মাত্র ৭ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফয করে সবাইকে বিস্মিত করে দিয়েছেন। হাদিল সাইয়্যিদ আস-সিদাভী নামের ওই কিশোরী জর্ডানের নাগরিক। তার এমন কীর্তি নিয়ে ইতিমধ্যে দেশটির পত্রিকায় প্রকাশিত হচ্ছে নানা প্রতিবেদন।

জর্ডানের আল রামসা শহরের আবিদাজানা নামক একটি মাদরাসার ছাত্রী হাদিল সাইয়্যিদ। সে নিজের দৃঢ় চেষ্টা ও কঠোর অধ্যবসায় মাত্র ৭ মাসে সম্পূর্ণ কুরআন হিফয করতে সক্ষম হন। হাদিল বলেন, আমি আসলে জানি না, কীভাবে কী হয়েছে। শুধু এতটুকু বলতে পারি, আমি ক্লান্ত হইনি। কুরআন মুখস্থ করতে পেড়ে আনন্দিত আমি।

জর্ডানের এ কিশোরীর ইচ্ছা ভবিষ্যতে কুরআন শিক্ষক ও গবেষক হওয়ার। উল্লেখ্য, এর আগে জর্ডানে ৮ বছরের নুর আবুল লাইল নামের এক কিশোর কুরআন হিফয করে সর্বকনিষ্ঠ হাফিযের খ্যাতি অর্জন করেছেন। এবার হাদিলের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিস খুব দ্রুতই সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে দেশটির এক শিক্ষা কর্মকর্তা। সুত্র-ইউরো বাংলা নিউজ www.eurobdnews.com

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...