শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:০০
Home / দেশ-বিদেশ / জামিয়া ইউনুসিয়া বি-বাড়ীয়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা : রণক্ষেত্র

জামিয়া ইউনুসিয়া বি-বাড়ীয়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা : রণক্ষেত্র

12439090_450807938452779_8309516869899655547_nইলিয়াস মশহুদ :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসা ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণাবড়িয়া শহর। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কয়েক দফা শহরের টিএ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

12540550_561086144057099_7019887834907797176_nস্থানীয়রা জানান, বিকেলে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার এক ছাত্র মোবাইল ফোন কেনার জন্য জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে যান। এসময় মোবাইল ফোনের দর-কষাকষির একপর্যায়ে দোকানদার ওই ছাত্রকে থাপ্পড় দেন। এ ঘটনার পর জামিয়া ইউনুছিয়া থেকে কিছুশত ছাত্র বিজয় টেলিকমে ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদরাসা ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরাও মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ বেশকয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

12508711_1550295658628533_2433093457618870211_nএ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএ মাসুদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, নাসিরনগর উপজেলয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের নির্দেশে দুটি কওমি মাদ্রাসা ও মসজিদ বন্ধ করে দেয়ার প্রতিবাদে জামিয়ার ছাত্ররা গতকাল ও আজ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। সমাবেশে মন্ত্রীর পদত্যাগ দাবীর প্রেক্ষিতেই মাদ্রাসায় হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

 বিস্তারিত আসছে…

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...