মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:১৩
Home / দেশ-বিদেশ / জামিয়া ইউনুসিয়া বি-বাড়ীয়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা : রণক্ষেত্র

জামিয়া ইউনুসিয়া বি-বাড়ীয়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা : রণক্ষেত্র

12439090_450807938452779_8309516869899655547_nইলিয়াস মশহুদ :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসা ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণাবড়িয়া শহর। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কয়েক দফা শহরের টিএ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

12540550_561086144057099_7019887834907797176_nস্থানীয়রা জানান, বিকেলে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার এক ছাত্র মোবাইল ফোন কেনার জন্য জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে যান। এসময় মোবাইল ফোনের দর-কষাকষির একপর্যায়ে দোকানদার ওই ছাত্রকে থাপ্পড় দেন। এ ঘটনার পর জামিয়া ইউনুছিয়া থেকে কিছুশত ছাত্র বিজয় টেলিকমে ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদরাসা ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরাও মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ বেশকয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

12508711_1550295658628533_2433093457618870211_nএ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএ মাসুদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, নাসিরনগর উপজেলয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের নির্দেশে দুটি কওমি মাদ্রাসা ও মসজিদ বন্ধ করে দেয়ার প্রতিবাদে জামিয়ার ছাত্ররা গতকাল ও আজ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। সমাবেশে মন্ত্রীর পদত্যাগ দাবীর প্রেক্ষিতেই মাদ্রাসায় হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

 বিস্তারিত আসছে…

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...