বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:০৪
Home / খোলা জানালা / প্রাইমারী সমাপনীতে কওমী ছাত্রদের কৃতিত্ব !

প্রাইমারী সমাপনীতে কওমী ছাত্রদের কৃতিত্ব !

উবায়দুল্লাহ উবায়েদ::

1743606_416374371837724_2822051794895014032_n
প্রধান শিক্ষক উবায়দুল্লাহ উবায়েদ।

জামেয়া নুরানিয়া ইসলামিয়া (বোয়ালজুড় বালাগঞ্জ সিলেট) একটি ব্যতিক্রম ধর্মি প্রতিষ্ঠান। আমাদের এই জামেয়ার সম্মানিত প্রধান পরিচালক খতিব তাজুল ইসলামের চিন্তাধারা ও ঐকান্তিক প্রচেষ্টার ফসল হলো আজকের এই অবস্থান। শত প্রতিকুল পরিস্থিতি ডিংগিয়ে প্রধান পরিচালকের ইস্পাত কঠিন সিদ্ধান্ত এবং কমিটি ও এলাকাবাসির সহযোগিতা এবং আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এবার ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থী ১৬ জনের সবাই উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে।

আলহামদুলিল্লাহ, এবারে জামেয়ার সেনানীরা আমাদের জামেয়া থেকে পি এস সি তে ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ছিল। তাদের মধ্য থেকে:
৩ জন A
৬ জন A-
৪ জন B
৩ জন C
গ্রেডে উত্তীর্ণ হয়। ওদের ভবিষ্যত উজ্জল কামনায় সকলের দোয়া প্রার্থী।

 

 

972302_136779096533108_605867335_n 268587_433459526853364_7781190828876124517_n 1006322_136740459870305_595447957_n 999411_136732436537774_555079601_n

লেখক: প্রধান শিক্ষক ও নূরানী প্রশিক্ষক অত্র জামেয়া।

 

 

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...