বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:২৯
Home / দেশ-বিদেশ / মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

কমাশিসা ডেস্ক ::

দেশকে অস্থিতিশীলতা করার পেছনে যুদ্ধাপরাধীদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।বৈঠকে উপস্থিত এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন জঙ্গি আস্তানার সন্ধান ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার পেছনে যুদ্ধাপরাধীদের ইন্ধন থাকতে পারে। এছাড়া এসব ঘটনার পেছনে বিদেশিরাও জড়িত। আমরা সতর্ক আছি। তারা যত চেষ্টাই করুন দেশকে অস্থিতিশীল করতে পারবে না। এজন্য আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...