বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:৫৬
Home / অনুসন্ধান / জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা

জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা

শাহ আব্দুস সালাম ছালিক::

12405103_160896957601567_1203896437_o 12399953_160892184268711_1904691288_o 12404976_160897297601533_1677764896_o 12405154_160897154268214_578565868_o

নামঃ জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা ।

অবস্থানঃ হবিগঞ্জ, নবীগঞ্জ ঢাকা মহা-সড়কের দেবপাড়া বাজার সংলগ্ন (বালিধারা) ।

প্রতিষ্ঠাতাঃ আলহাজ্ব মাওলানা আব্দুল হাই শায়খে বালিধারী রাহ. ।

প্রতিষ্ঠা সনঃ ১৯৫৪ ঈসায়ী ।

মুহতামিমঃ হাফিজ মাওলানা আসজাদ আহমদ ।

নাযিমে তা’লিমাতঃ মাওলানা মুতাহির আহমদ ।

নাযিমে দারুল এক্বামাহঃ মাওলানা শেখ তামিম আহমদ ।

শিক্ষক সংখ্যাঃ ২০ জন ।

কর্মচারী সংখ্যাঃ ১ জন ।

ছাত্র সংখ্যাঃ ৬৭৫ জন-আবাসিক ২০০ জন ।

মাসিক বেতনঃ এক লক্ষ টাকা ।

মাসিক বোর্ডিং ব্যয়ঃ প্রায় এক লক্ষ টাকা ।

অন্যান্য ব্যয়ঃ প্রায় পঞ্চাশ হাজার ।

শিক্ষা ব্যবস্থাঃ ছবাহী মক্তব, হিফজ বিভাগসহ ইবতেদায়ী ১ম বর্ষ থেকে ফযিলত ২য় বর্ষ (মিশকাত) পর্যন্ত ।

কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের পুরস্কারঃ মিশকাত – ১২ হাজার টাকা । ছানাবিয়্যা – ১০ হাজার টাকা । মুতাওয়াসসিতা ৪র্থ ও তাহফীজুল কুরআন – ৮ হাজার টাকা । মুতাওয়াসসিতা ৩য় – ৭ হাজার টাকা । মুতাওয়াসসিতা ২য় – ছয় হাজার টাকা । ইবতেদায়ী ৫ম – ৫ হাজার টাকা । ফলাফলঃ বোর্ড বৃত্তি পরীক্ষায় ১৮ টি মুমতাজ লাভ ।

12399978_160897350934861_1903740136_o
নতুন ভবনের কাজ চলছে
12414428_160897414268188_1654560620_o
নির্মাণাধীন ভবনের জন্য সাহায্যের আকুল আবেদন

সংগ্রহেঃ শাহ আবদুস সালাম ছালিক

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কমাশিসার ২১ দফা

কমাশিসা ডেস্ক: ১. একক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাস্তবায়ন করুন। ২. আধুনিক শিক্ষার সাথে সমন্বয় সাধন ...