অধ্যাপক শাইখ ফায়জুলহক্ব আব্দুল আজীজ::
“কিছু ডিস্প্লে হাতের কাজ যারা আঞ্জাম দিয়েছে তারা জামেয়া ইসলামিয়া বার্মিংহামের আমার অতিপ্রিয় ছাত্ররা। ইয়ার ১১ তথা আলিম তৃতীয় বর্ষে যারা লেখাপড়া করে। ‘কোরআন এবং বিজ্ঞান’ ‘রাসুল সাঃ ও তাঁর মিশন’র উপর ভিত্তি করে সুন্দর এই ওয়ার্ক। মোবারকবাদ ফুয়াদ, শাহিদ, ওমার, ইমাদ, জালাল, জুনাইদ এবং ইসমাইলদের যে তারা অত্যন্ত প্রশংসনীয় সুন্দর সুপার একটি কাজ করেছে। মহান রাব্বুল আলামীন তাদের সকলকে যেন বিখ্যাত আলেম ও দ্বীনের প্রতিনিধি রাসুল সাঃ’র স্বার্থক উত্তরসুরী হিসাবে কবুল করেন। শুভ কামনা এবং দোয়া ও ভালবাসা তোমাদের উস্তাজের পক্ষথেকে।”
কমাশিসা কর্তৃপক্ষের মন্তব্য: আমাদের কওমি মাদরাসায় ছাত্রদের এভাবে হাতে কলমে শিখালে কেমন হতো বলুন তো? আসুন প্রতিটি মাদ্রাসায় জামেয়া ইসলামিয়া বার্মিংহামের মতো করে ছাত্রদের তরবিয়ত দিয়ে গড়ে তুলি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমীন।